গাছের মধ্যে যত্রতত্র আলোকসজ্জা থেকে বিরত থাকুন

জান্নাতুল মাওয়া সামিয়া
প্রকাশ: ০৮ আগস্ট ২০২৩, ১২:৩৪

আমাদের বিভিন্ন রাষ্ট্রীয় বা সামাজিক অনুষ্ঠানে আলোকসজ্জার জন্য বিভিন্ন বৃক্ষে লাইট লাগানো হয়ে থাকে। এতে করে লাইটগুলো লাগানোর সময় গাছে বিদ্যুতের তার জড়িয়ে যেমন দেওয়া হয়, তেমনই বিভিন্ন পেরেক বা পিন ফোটানো হয়ে থাকে। এতে গাছের চরম ক্ষতি হয়, গাছের কাণ্ডে ক্ষত সৃষ্টি হয়।
ফলে পোকা ও পচন ধরে গাছের ছালে। এতে গাছ তাড়াতাড়ি নষ্ট হয়ে মরে যাওয়ার সম্ভাবনা থাকে। এভাবে মানুষ নিজের অজান্তে প্রকৃতির ক্ষতি করে চলছে। প্রধান সড়কগুলোর হোটেলগুলোতেও একই রকম আলোকসজ্জা হয়। এছাড়াও অনেক সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুর্ঘটনার আশঙ্কা থাকে।
অতএব, এধরণের ক্ষতিকর কর্মগুলো থেকে মানুষকে বিরত রাখতে সরকারি-বেসরকারিভাবে উদ্যোগ নেওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট প্রশাসনকে ব্যবস্থা গ্রহণের আকুল আবেদন জানাচ্ছি।
জান্নাতুল মাওয়া সামিয়া,
নবম শ্রেণি, বিভাগ-বাণিজ্য,
আগ্রাবাদ বালিকা বিদ্যালয়, চট্টগ্রাম।