Logo
×

Follow Us

চিঠি

নারীর প্রতি সহিংস মন্তব্য কেন?

Icon

রাকিব মাহমুদ শিক্ষার্থী, আইন বিভাগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়

প্রকাশ: ১১ অক্টোবর ২০২০, ০৯:৫৫

নারীর প্রতি সহিংস মন্তব্য কেন?

সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢুকলেই আমরা দেখতে পাই, নারী তারকাদের ছবি কিংবা তাদের সম্পর্কিত সংবাদের মন্তব্য ঘরে কুৎসিত মন্তব্য। পোশাক, অবয়ব, ক্যারিয়ার চরিত্র বা ব্যক্তিগত জীবন নিয়ে সহিংস বাক্যবাণ! আমরা দেখেছি মফস্সল থেকে উঠে আসা কোনো নারীর সফলতার খবরেও এই ধরনের মন্তব্য করে থাকেন অনেকে। ফেসবুকে নারী উদ্যোক্তাদের ভিডিওতে দেখা যায় অশ্লীল ইঙ্গিতপূর্ণ মন্তব্য। মূলত সকল শ্রেণির নারীই এদের মন্তব্যের লক্ষ্য। নারীর প্রতি অবজ্ঞা, নির্যাতন বা ধর্ষণ বৃদ্ধির পেছনে এইসব মন্তব্যও কম দায়ি নয়। নারীর প্রতি সহিংস মনোভাব বাড়ানোর জন্য এসব মন্তব্য প্রভাবক হিসাবে কাজ করে। নারীকে দুর্বল এবং দোষী হিসাবে উপস্থাপন করাই এসব মন্তব্যের উদ্দেশ্য। এ ধরনের মন্তব্য নারীদের মানসিক স্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ। একজন নারী যখন নিজের সম্পর্কে এসব মন্তব্য দেখেন তখন তিনি মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হন। কোনো কুৎসিত মন্তব্য কোনো একজন নারীর মনে সারা জীবনের জন্য দাগ রেখে যেতে পারে অথবা তাকে আত্মহত্যাপ্রবণ করে তুলতে পারে। এই মন্তব্যকারীদের সংখ্যা এত বেশি যে সবাইকে আইনের আওতায় আনা সম্ভব না। তাই সরকারের উচিত এ সম্পর্কিত জনসচেতনতা বিষয়ক ক্যাম্পেইনের ব্যবস্থা করা। সামাজিক যোগাযোগ মাধ্যমের উত্তম ব্যবহার বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করা যেতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে মার্জিত ভাষা ব্যবহার সম্পর্কে কিংবা কুৎসিত মন্তব্যের কারণে আইনে শাস্তির বিষয় সম্পর্কে জনসাধারণকে জানাতে হবে। এসব সহিংস মন্তব্যের বিরুদ্ধে যথাযথ আইন প্রয়োগ জরুরি। সর্বোপরি নারী সম্পর্কে দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। নারীর জন্য সর্বস্থান নিরাপদ করতে পারলেই নিয়ন্ত্রণে আসবে নারীর প্রতি সকল সহিংসতা।


Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫