Logo
×

Follow Us

চিঠি

স্মার্টফোন থেকে শিশুদের রক্ষা করুন

Icon

জাফরুল ইসলাম

প্রকাশ: ০১ নভেম্বর ২০২০, ১২:১৪

স্মার্টফোন থেকে শিশুদের রক্ষা করুন

আগের দিনে শিশুরা সাধারণত মাঠে ঘাটে খেলাধুলা করে তাদের শৈশব অতিবাহিত করতো। আর তাদের মেধাবিকাশ ঘটতো খোলামেলা পরিবেশে। কিন্তু বর্তমান সময়ে শিশুরা আর মাঠেঘাটে খেলাধুলা করতে চায় না। কারণ তাদের অনেকের হাতেই এখন স্মার্টফোন আছে। 

যার কারণে শিশুরা স্মার্টফোনে বিভিন্ন ধরনের ভিডিও গেমস খেলে সময় পার করছে। অনেকে আবার বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে আসক্ত। যার কারণে তাদের মেধাবিকাশ সঠিকভাবে হচ্ছে না। খেলাধুলা না করার কারণে তাদের শারীরিক গঠনও ঠিক মতো হচ্ছে না। এমনকি তারা শুধু মোবাইল নিয়ে পড়ে থাকায় আত্মকেন্দ্রিক হয়ে বেড়ে উঠছে। সামাজিক কর্মকাণ্ডের দিকেও মন দিতে পারছে না। 

এছাড়া কোনো মোবাইল গেম শিশুদের মনস্তাত্ত্বিক দিক থেকে ভয়ানক পরিণতির দিকে ঠেলে দেয়ার উদাহরণও দেখতে পাওয়া যাচ্ছে। এসব কিছু থেকে রক্ষা করার জন্য অবশ্যই স্মার্ট ফোন থেকে শিশুদের দূরে রাখতে হবে। এ ব্যাপারে মা-বাবাসহ অভিভাবকদের সতর্ক থাকতে হবে।

জাফরুল ইসলাম
শিক্ষার্থী, রাজশাহী বিশ্ববিদ্যালয়।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫