
ঘর থেকে বের হলে অলিতেগলিতে, বাজারে, দোকানের সামনে দেখতে পাই বাচ্চা ছেলেমেয়েদের ভিড়। বয়স আনুমানিক ৪ থেকে ১২। মুখে মাস্ক তো দূরের কথা, জামাকাপড়ও ঠিকঠাক নেই। বাজার ঢোকা-বেরোনোর মুখে আবার কখনোবা বাজারের মধ্যেই দাঁড়িয়ে সাহায্য চাইতে দেখা যায় এদের। ওদের অনেকেরই বাড়ি নেই , অনেকে ফুটপাতে বা বস্তিতে থাকে। কেউ কেউ অপুষ্টিতে ভুগছে। অনেকেই স্কুলের মুখ দেখেনি। কেউবা এই মহামারির কালে পড়া একরকম ছেড়েই দিয়েছে। এই সমস্ত পথশিশুকে কিছু বলা বা খোঁজ নেওয়ার কেউই নেই। এদের মধ্যে কেউ কেউ খাওয়ার বিনিময়ে কাজ শুরু করে। এভাবেই এরা একদিন শিশুশ্রমিকে পরিণত হবে। ওদের শিক্ষা, স্বাস্থ্য ও সুরক্ষার কথা ভাবা হোক, স্কুলমুখো করার ব্যবস্থা হোক।