Logo
×

Follow Us

চিঠি

প্রাথ‌মিক শিক্ষকদের ছু‌টি ও কর্মঘণ্টা

Icon

‌মুহাম্মদ মাহবুবর রহমান

প্রকাশ: ২৫ নভেম্বর ২০১৯, ১৭:২৯

প্রাথ‌মিক শিক্ষকদের ছু‌টি ও কর্মঘণ্টা

প্রাথ‌মিক শিক্ষকদের নন ভ্যাকেশনাল কর্মচারী হিসেবে গণনার ন্যায় সঙ্গত দাবী বাস্তবায়নের জন্য ছু‌টি ও কর্মঘণ্টার চিত্র তুলে ধরলাম।
১) প্রাথ‌মিক শিক্ষকরা ভ্যাকেশনাল কর্মচারী হওয়ায় শ্রা‌ন্তি বিনোদন ছু‌টি না পাওয়া।
২) প্রাথ‌মিক শিক্ষকরা ভ্যাকেশনাল কর্মচারী হওয়ায় অর্জিত ছু‌টি না পাওয়া।
৩) প্রাথ‌মিক শিক্ষকরা ভ্যাকেশনাল কর্মচারী হওয়ায় অর্ধ গড় হিসেবে ছু‌টি গণনা।
৪) প্রাথ‌মিক শিক্ষকরা ভ্যাকেশনাল হওয়ায় চাকুরি শেষে পাওনা সাপেক্ষে ছুটি অর্ধ গড় হিসেবে গণনা, আর্থিকভাবে যা নন ভ্যাকেশনাল কর্মচারীদের চেয়ে অর্ধেক।
৫) প্রাথ‌মিক শিক্ষকরা ভ্যাকেশনাল কর্মচারী হওয়ায় শ্রা‌ন্তি বিনোদন ছু‌টি রমজানের ছু‌টি দে‌খিয়ে ছু‌টি মঞ্জুর করা হয় তাতে যথা সময়ে শ্রা‌ন্তি বিনোদন ভাতা পাওয়া সম্ভব হয় না।   
৬) ক) প্রাথ‌মি‌ক শিক্ষকদের ছুটি:
সাপ্তা‌হিক ছু‌টি ও বাৎস‌রিক ছু‌টি মোট ৫২+৭৫= ১২৭ দিন (য‌দিও প্রধান শিক্ষকের হাতে ০৩ দিন সংর‌ক্ষিত ছু‌টি অধিকাংশই ভোগ করেন না)
খ) প্রাথ‌মি‌ক শিক্ষকদের সাপ্তা‌হিক কর্মঘণ্টা:
শনিবার থেকে বৃহস্প‌তিবার ০৬ দিনে ‌মোট ৪৩ ঘণ্টা।

অপর দিকে
১) নন ভ্যাকেশনাল কর্মচারীদের ছু‌টি পূর্ণ গড় হিসেবে গণনা করা হয় এবং গড় বেতনে সকল সু‌বিধা প্রাপ্ত হয়।
ক) নন ভ্যাকেশনাল কর্মচারীদের ছু‌টি:
সাপ্তা‌হিক ছু‌টি ও বাৎস‌রিক ছু‌টি মোট ১০৪+২৪ (সরকারী ছু‌টি দু' এক‌দিন কম বে‌শি হতে পারে)= ১২৮ দিন।
খ) নন ভ্যাকেশনাল কর্মচারীদের সাপ্তা‌হিক কর্মঘণ্টা:
র‌বিবার থেকে বৃহস্প‌তিবার ০৫ দিনে মে‌াট ৪০ ঘণ্টা। 
ছু‌টি ও কর্মঘণ্টা হিসেবে প্রাথ‌মিক শিক্ষকরা নন ভ্যাকেশনাল কর্মচারীদের তুলনায় কম ভোগ করেন।

লেখক‌: মুহাম্মদ মাহবুবর রহমান
সহকারী শিক্ষক
‌ক্ষেতলাল, জয়পুরহাট।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫