Logo
×

Follow Us

চিঠি

সিট বাণিজ্য লাগামহীন

Icon

মো. সায়েদ আফ্রিদী

প্রকাশ: ২৭ আগস্ট ২০২১, ১৪:১৯

সিট বাণিজ্য লাগামহীন

ফাইল ছবি

দক্ষিণাঞ্চলসহ দেশের লাখ লাখ মানুষের নিয়মিত যাতায়াতের অন্যতম মাধ্যম নদীপথ। নদীপথে লঞ্চ প্রধান বাহন। যাতায়াতের পাশাপাশি বিভিন্ন পণ্য আনা-নেওয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 

কিন্তু দুঃখজনক হলেও সত্য- ঘাট ফি, কুলি ফিসহ অবাধে চলছে লঞ্চের সিট বাণিজ্য। এ যেন এক কৃত্রিম সংকট তৈরি করে রাখা। সাধারণত লঞ্চে দু ধরনের আসন সুবিধা থাকে-ডেক এবং কেবিন। ডেক মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এবং নিম্নবিত্তের জন্য সুবিধাজনক। এখানে তুলনামূলক ভাড়া কম। আসনের জন্য অতিরিক্ত ভাড়া দিতে হয় না, যেমনটা দিতে হয় কেবিনের যাত্রীদের। কিন্তু ডেকের সুবিধা দিন দিন কমে যাচ্ছে। সুবিধা দিন দিন কেড়ে নেওয়া হচ্ছে কৃত্রিম সংকট সৃষ্টির মাধ্যমে। 

লঞ্চের দায়িত্বশীল যারা আছেন তারা তোশকসহ বিভিন্ন আসবাবপত্র রেখে জায়গা দখল করে সেগুলো যাত্রীদের থেকে চড়া দামে বিক্রি করেন, যা ডেকের যাত্রীদের জন্য বোঝাস্বরূপ। কেননা একে তো ভাড়া দিতে হচ্ছে তারপর আবার চড়া দামে সিট কিনতে হচ্ছে কেবিনে না থেকেও সাধারণ যাত্রীদের। এ অবস্থায় লঞ্চের দায়িত্বশীল কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করছি। যাত্রীরা যেন আসন নিয়ে কোনো রকম হয়রানির শিকার না হন, সেদিকে নজরদারি বাড়াতে হবে।

মো. সায়েদ আফ্রিদী, শিক্ষার্থী, ঢাকা কলেজ

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫