
ছবি- সংগ্রহীত
বিভিন্ন আবাসিক এলাকায় দেখা যায় জানালা দিয়ে নিচে কলার খোসা, বাচ্চাদের ময়লা কাপড়, ময়লা টিস্যু, পচা ডিম ফেলতে। ফ্ল্যাটবাসীদের এই অমানবিক আচরণে দুর্ভোগ পোহাতে হয় প্রতিবেশীদের। ময়লা রাস্তার মানুষের গায়ে পড়ার কারণে তাদের শার্ট-প্যান্ট নষ্ট হয়।
ময়লা ফেলার জন্য নির্দিষ্ট জায়গা থাকার পরও এই ঘটনা ঘটে চলেছে। লোকজন ফ্ল্যাট বাসা থেকে প্রতিদিনই এটা-ওটা ফেলে। এভাবে ময়লা-আবর্জনা ফেলার কারণে বাড়ছে মশার উপদ্রব, ছড়াচ্ছে দুর্গন্ধ। যা জনস্বাস্থ্যের জন্য হুমকির কারণ হয়ে দাঁড়াচ্ছে। নানারকম অসুখ-বিসুখের সৃষ্টি হয় পরিবেশ দূষণের ফলে।
চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে প্রথমেই আমাদের পরিবর্তন আনতে হবে নিজের মন-মানসিকতার। সবচেয়ে বড় কথা হচ্ছে, এটি একটি বদভ্যাস। তাই ফ্ল্যাটবাসীদের সচেতন হতে হবে এবং জানালা থেকে আবর্জনা ফেলা বন্ধ করতে হবে।