
বই পড়লে জানার আগ্রহ বাড়ে। প্রতীকী ছবি
বই মানুষকে বিকশিত করে, রুচিশীল করে, সত্যিকার অর্থে মানুষ হিসেবে গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করে। বই পড়লে জানার আগ্রহ বাড়ে এবং সাবলীলভাবে মনের ভাব প্রকাশ করা যায়; যা একজন ব্যক্তিকে আত্মবিশ্বাসী করে তোলে।
বর্তমানে বেশিরভাগ শিশু ভিডিও গেমস, মোবাইল ফোনে আসক্ত। দেখা যায় শিশুরা খেতে না চাইলে, দুষ্টুমি করলে বা কোনো বিষয় নিয়ে কান্না করলে অভিভাবকরা তাদের হাতে টিভি রিমোট, ভিডিও গেমস নয়তো মোবাইল ফোন তুলে দেন। যা শিশুর ভবিষ্যতের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। এতে এক সময় শিশুরা প্রাতিষ্ঠানিক শিক্ষাতেও অমনোযোগী হয়ে পড়ে। অভিভাবকদের উচিত এ বিষয়ে সচেতন হওয়া। সাধারণত একটি শিশুর মানসিক বিকাশ ছয় থেকে সাত মাস বয়সে শুরু হয়। এ সময় থেকেই অভিভাবকের উচিত শিশুদের ছড়া ও গল্পের বই পড়ে শোনানো। এতে ধীরে ধীরে তারা বইয়ের প্রতি আগ্রহী হয়ে উঠবে।
স্কুলগামী শিশুদের পাঠ্য বইয়ের পাশাপাশি গল্পের বই, বিজ্ঞানভিত্তিক বই, কিশোর ম্যাগাজিন পড়তে দিতে হবে। এতে শিশুর জ্ঞানের ভাণ্ডার আরও বিকশিত হবে। অভিভাবকের পাশাপাশি এক্ষেত্রে শিক্ষকদেরও ভূমিকা পালন করতে হবে। আর শিশুদের বই পড়ার অভ্যাস গড়ে তুলতে চাইলে জন্মদিনে খেলনার পাশাপাশি বইও উপহার দিন। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে- শিশুকে সঠিক নিয়মে বই পড়ে শোনাতে হবে।
রাখি, মিরপুর, ঢাকা।