Logo
×

Follow Us

চিঠি

জেলেদের পাশে দাঁড়ান

Icon

ইলিয়াছ হোসাইন শিক্ষার্থী, ঢাকা কলেজ

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২০, ০৯:৫৩

জেলেদের পাশে দাঁড়ান

বাংলাদেশ নদীমাতৃক দেশ হওয়ায় অসংখ্য মানুষ মাছ শিকার করে তাদের জীবিকা নির্বাহ করে থাকেন। অনেক জেলে পরিবার আছে যারা সম্পূর্ণভাবে নদীর মাছের ওপর নির্ভরশীল। মা ইলিশ রক্ষা করার জন্য ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত ইলিশ ধরা বন্ধ ঘোষণা করেছে মৎস্য  অধিদফতর। এ সময়টাতে মা ইলিশ সাগর থেকে নদীর মোহনায় এসে ডিম ছাড়ে। একটি বড় ইলিশ সর্বোচ্চ ২৩ লাখ পর্যন্ত ডিম ছাড়তে পারে। তখন মা ইলিশ ধরা পড়লে আর ডিম ছাড়তে পারবে না। এর ফলে আমাদের ক্ষতি হয়ে থাকে অপূরণীয়। তাই মা ইলিশ রক্ষায় জেলেদের মাঝে সচেতনতা বাড়ানোর পাশাপাশি আইনের কঠোর প্রয়োগ করতে হবে। নিষেধাজ্ঞা ভঙ্গ করলে কমপক্ষে ১-২ বছর সশ্রম কারাদণ্ড কিংবা সর্বোচ্চ ৫০০০ টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ড দেওয়ার বিধান রয়েছে। যেসব জেলে মাছ ধরার ওপর নির্ভরশীল, এমন ক্ষতিগ্রস্ত ৫ লাখ ৭০ হাজার জেলে পরিবারকে সরকারিভাবে খাদ্যসামগ্রী ও অর্থিক সহযোগিতা দেওয়ার ব্যবস্থা করলে আমাদের ৬ লাখ মেট্রিকটন মাছ উৎপাদনের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তা বাস্তবায়ন করা সম্ভব হবে।


Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫