মো. সাজ্জাদ হোসেন শিক্ষার্থী, পরিসংখ্যান বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২০, ০৯:০৪ এএম
মো. সাজ্জাদ হোসেন শিক্ষার্থী, পরিসংখ্যান বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২০, ০৯:০৪ এএম
চলতি বছরের মার্চ মাসের ১৭ তারিখ থেকে করোনা মহামারির কারণে বন্ধ রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান। এই প্যান্ডামিকের কারণে আমাদের শিক্ষাব্যবস্থায় যে ক্ষতি হয়েছে তা কাটিয়ে ওঠা বেশ কঠিন। তবু সরকারের শিক্ষা মন্ত্রণালয় অনলাইনভিত্তিক পাঠদান কর্মসূচি বাস্তবায়নে এ ক্ষতি কিছুটা লাঘব হলেও গ্রামের শিক্ষার্থীরা এ ব্যবস্থা থেকে একেবারেই পিছিয়ে ছিল। এ বছরের এইচএসসি পরীক্ষাও বাতিল করা হয়েছে। তবে এটাকে সাধুবাদ দেয়া যায় একজন পরিসংখ্যানের ছাত্র হিসাবে। তবে সাধারণভাবে চিন্তা করলে আবার এটা অনেক শিক্ষার্থীর জন্য ক্ষতিকরও বটে। উল্লেখ্য, এ বছরে বাতিলকৃত পরীক্ষার মধ্যে রয়েছে জেএসসি পরীক্ষাও। তবে শিক্ষা মন্ত্রণালয়ের আদেশে হোম অ্যাসাইনমেন্টের মাধ্যমে শিক্ষার্থীদের পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ করা হবে। আপাতদৃষ্টিতে লক্ষ করলে দেখা যায়, দেশের একভাগ শিক্ষার্থী পড়ালেখা থেকে বঞ্চিত হচ্ছে। তাছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ও অনলাইনভিত্তিক পাঠদান কর্মসূচি বাস্তবায়ন করেছে। তবে কিছু না কিছু শিক্ষার্থী এখনো এ সুবিধা পায়নি। সুতরাং বলায় শ্রেয়—সবাই এ সুবিধার অন্তর্ভুক্ত নয়। সমস্ত বিষয় পর্যালোচনা করলে বলা যায়, করোনার জন্য অবশ্যই শিক্ষাব্যবস্থায় ক্ষতি হয়েছে। তবে পরবর্তী সময়ে এগুলো আরো দৃষ্টিগোচর হবে বলে ধারণা করাই যায়।
ABOUT CONTACT ARCHIVE TERMS POLICY ADVERTISEMENT
প্রধান সম্পাদক: ইলিয়াস উদ্দিন পলাশ | প্রকাশক: নাহিদা আকতার জাহেদী
প্রধান সম্পাদক: ইলিয়াস উদ্দিন পলাশ
প্রকাশক: নাহিদা আকতার জাহেদী
অনলাইন সম্পাদক: আরশাদ সিদ্দিকী
অনলাইন সম্পাদক: আরশাদ সিদ্দিকী | ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
© 2021 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh