Logo
×

Follow Us

চিঠি

করোনাকালে বাইরের খাবার

Icon

উল্লস দে ঋত্বিক নওগাঁ মেডিক্যাল কলেজ

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২০, ০৮:৪৫

করোনাকালে বাইরের খাবার

রাজধানী কিংবা মেগা সিটি থেকে শুরু করে শহর-গ্রামে রাস্তার পাশেই দেখা যায় ভ্যানে করে বাহারি খাবারের পসরা। সেখানে মিলছে ফুচকা, চটপটি, বেগুনিসহ হরেক রকম খাবার। কিন্তু খাবার দোকানগুলোতে আদৌ মানা হচ্ছে না যথার্থ স্বাস্থ্যবিধি; কেউ কেউ মানলেও সে সংখ্যা নেহাত অল্প। সাধারণ মানুষ খাবারের দোকানে এসে যেন ভুলে যায় করোনা বলে কিছু এখনো আছে! হাত পরিষ্কার করা, সে তো দূরের কথা—মাস্ক লাগাতেও ভুলে যান অনেকে। রাস্তার পাশে গড়ে ওঠা এই খাবার দোকানগুলোতে তিন ফুট দূরত্ব নিয়ন্ত্রণ করা তো অসম্ভব, এত জায়গা আছে কি ফুটপাতে? করোনা সংক্রমণের দ্বিতীয় পর্যায়ে রাস্তার পাশে গড়ে ওঠা দোকানগুলো বাড়তি ঝুঁকিতে ফেলছে জনগণকে। অবিলম্বে কর্তৃপক্ষের উচিত ফুটপাতে গড়ে ওঠা ভাসমান দোকানগুলোতে স্বাস্থ্যবিধি জোরদার করা।



 


Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫