Logo
×

Follow Us

চিঠি

সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের দ্রুত নিয়োগ দেওয়া প্রসঙ্গে

Icon

মো. শাহ আলম সরকার

প্রকাশ: ১৫ জুন ২০২১, ১৮:২৫

সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের দ্রুত নিয়োগ দেওয়া প্রসঙ্গে

ফাইল ছবি।

সরকারি মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে শিক্ষক সংকটে চলছে। এই সংকট নিরসনে ২০১৮ সালের ৯ সেপ্টেম্বর বিজ্ঞপ্তি প্রকাশ করেন সরকারি কর্ম কমিশন। লিখিত পরীক্ষার ফল ২০১৯ সালের ৬ সেপ্টেম্বর এবং ২০২০ সালের ২৯ ডিসেম্বর চূড়ান্ত ফল প্রকাশিত হয়।

বিজ্ঞপ্তি প্রকাশ থেকে এ পর্যন্ত ২ বছর পার হয়েছে। চূড়ান্ত ফলাফলের পর প্রায় ৬ মাস অতিক্রম হওয়ার পথে। নিয়োগ প্রক্রিয়াটি দীর্ঘায়িত হওয়ায় সুপারিশপ্রাপ্ত ২১৫৫ জন শিক্ষক চরম হতাশায় ভুগছে। একদিকে কোভিড-১৯ পরিস্থিতির ভয়াল থাবা অন্যদিকে বেকারত্বের অভিশাপে তাদের মনোবল, উদ্যম ম্রিয়মাণ হওয়ার পথে। পরিবার-পরিজন, আত্মীয়স্বজন এবং প্রতিবেশীরাও তাদের দিকে তীর্থের কাকের মতো তাকিয়ে আছে। পবিত্র ঈদুল আজহার আগেই ২১৫৫ জন নবীন শিক্ষকের দ্রুত পদায়নের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি।

মো. শাহ আলম সরকার
সুপারিশপ্রাপ্ত (ইসলাম শিক্ষা), ঢাকা।


Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫