Logo
×

Follow Us

চিঠি

জলাবদ্ধতা ও ডেঙ্গু

Icon

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২১, ১১:০৯

জলাবদ্ধতা ও ডেঙ্গু

ফাইল ছবি

বৃষ্টির পর ঢাকার বিভিন্ন রাস্তায় পানি জমে। শুধু প্রধান সড়কগুলোতে নয়, বরং গলির রাস্তাগুলোতে দেখা যাচ্ছে হাঁটুসমান পানি জমে থাকতে। এ কারণে একদিকে যেমন মানুষের হাঁটাচলা করতে সমস্যা হচ্ছে, ঠিক তেমনি আবার স্বাস্থ্যগত নানা সমস্যাও পরিলক্ষিত হচ্ছে।

বিভিন্নভাবে মাটির সাথে মিশ্রিত এই বৃষ্টির পানিতে মশার জন্ম হচ্ছে। ফলে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো রোগ সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে। মূলত উপযুক্ত পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকার কারণে এই সমস্যা তৈরি হচ্ছে। 

তাই এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদয় দৃষ্টি আকর্ষণ করছি। এই জনদুর্ভোগের অবসান হোক সত্বর।


সানজিদা মাহমুদ মিষ্টি
শিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫