Logo
×

Follow Us

চিঠি

বেতন ‘আলোচনা সাপেক্ষ’

Icon

সাঈদ চৌধুরী

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২১, ১৪:০৫

বেতন ‘আলোচনা সাপেক্ষ’

ফাইল ছবি

প্রাইভেট কোম্পানিগুলো তাদের চাকরির বিজ্ঞপ্তিতে বেতনের জায়গায় লিখে রাখে ‘আলোচনা সাপেক্ষ’ অথবা ‘কোম্পানি বিধি অনুসারে’। একজন চাকরিপ্রার্থী পোস্ট দেখে যখন অনেক দূর থেকে সাক্ষাৎকার দিতে আসেন, তখন তিনি দেখেন বেতন তার প্রত্যাশার অর্ধেক। একটা ইন্টারভিউয়ের জন্য অভিজ্ঞ প্রার্থীদের বর্তমান কর্মস্থল থেকে ছুটি নিতে হয়, যা খুব সুখকর নয়।

নিয়োগকর্তারা ঠিক মাছের বাজারের মতো দর-কষাকষি শুরু করে দেন। যেন যত কমে নিয়োগ দেওয়া যায়, তত দ্রুত তাদের মোক্ষ লাভ হবে।

‘আলোচনা সাপেক্ষ’ অথবা ‘কোম্পানি বিধি অনুসারে’ প্রভৃতি শব্দবন্ধ প্রহসনের নাম। চাকরির মতো গুরুত্বপূর্ণ ব্যাপারে এ ধরনের অমানবিক পরিস্থিতি কোনোভাবেই কাম্য হতে পারে না। এই প্রহসন বন্ধ হোক।

-গাজীপুর

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫