Logo
×

Follow Us

চিঠি

চালকদের সচেতন করতে হবে

Icon

অনীক হাসান

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২২, ১৩:৫৯

চালকদের সচেতন করতে হবে

ফাইল ছবি

সারা দেশে একের পরে এক সড়ক দুর্ঘটনায় দেশবাসী উদ্বিগ্ন। এ বিষয়ে প্রায় সবাই একমত হবেন যে, মূলত বেপরোয়া গতিতে যানবাহন চালানোর কারণেই বেশিরভাগ সড়কে দুর্ঘটনা ঘটে থাকে। সড়ক দুর্ঘটনা রোধে বিশেষজ্ঞরা অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করে থাকেন।

প্রশ্ন হলো, এত আলোচনার পর চালকরা কতটা সচেতন হয়েছেন? জবাবটা যে হতাশাজনক, এ বিষয়েও প্রায় সবাই একমত হবেন। যানবাহনের ত্রুটি সারানোর জন্যও সময়মতো পদক্ষেপ নিতে হবে।

এ ক্ষেত্রে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি উন্নত নৈতিকতার চর্চায়ও চালকদের উদ্বুদ্ধ করতে হবে। চালকরা প্রতি মুহূর্তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন, এ বোধ তাদের মধ্যে জাগ্রত করতে হবে।

চালকরা যদি তাদের দায়িত্বের গুরুত্বটি যথাযথভাবে উপলব্ধি করতে পারেন, তাহলে সড়ক দুর্ঘটনা অনেক কমে আসবে, এটা আশা করা যায়।

সড়ক দুর্ঘটনা রোধে চালকসহ পরিবহণ খাতের সব কর্মীর জীবনমান উন্নয়নেও নিতে হবে যথাযথ পদক্ষেপ।


অনীক হাসান
ধানমণ্ডি, ঢাকা

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫