জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে সব সেক্টরে। পাশাপাশি বেড়েছে ডলারের দাম। এ কারণে পণ্যের আমদানি খরচ বেড়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় দেশে আমদানিনির্ভরতা কমানোর পদক্ষেপ নেওয়া দরকার।
আমাদের দেশের মাটি ও আবহাওয়া বিভিন্ন ফসল ফলানোর উপযোগী। কাজেই যথাযথ পদক্ষেপ নিলে বিভিন্ন খাদ্যপণ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করার পাশাপাশি তা রপ্তানি করাও সম্ভব হবে। এ জন্য কর্তৃপক্ষের উচিত যথাযথ পরিকল্পনা গ্রহণ করা এবং তা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া। আন্তর্জাতিক বাজারে বেড়েছে ভোজ্যতেলে দামও। আন্তর্জাতিক বাজারে কোনো পণ্যের দাম বাড়লে স্বাভাবিকভাবেই স্থানীয় বাজারে দ্রুত এর প্রভাব পড়ে।
এমন পরিস্থিতিতেও কিছু অসাধু ব্যবসায়ী কারসাজি করে বিভিন্ন পণ্যের দাম বাড়ানোর চেষ্টা করে। কাজেই কোনো অসাধু ব্যবসায়ী কারসাজি করলে দ্রুত তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। এছাড়া ব্যবসায়ী সিন্ডিকেটের কারণেও ভোক্তাদের দুর্ভোগ বাড়ছে। প্রশ্ন হলো, এসব যাদের দেখার কথা, তারা কী করছেন?
এস এম হক মিরপুর, ঢাকা
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : জ্বালানি তেল মূল্যবৃদ্ধি
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh