সংবিধান হবে মৌলিক অধিকারের রক্ষক

সংবিধান বলতে আমরা বুঝি, মৌলিক নীতি-প্রতিষ্ঠিত নজিরগুলোর সমষ্টি যা একটি রাষ্ট্র, সংস্থা বা অন্য ধরনের সত্তার আইনি ভিত্তি গঠন করে এবং সাধারণত সেই সত্তাকে কীভাবে পরিচালিত করা হবে তা নির্ধারণ করে থাকে। এক কথায় সংবিধান হলো মানুষের মৌলিক অধিকার রক্ষক। স্বাধীন বিচারব্যবস্থা ও শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহ নাগরিক অধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সর্বোত্তম রক্ষাকবচ।

কিন্তু বর্তমান সংবিধান একটি আওয়ামীপন্থী সংবিধান। সংবিধানের চতুর্থ পরিচ্ছেদের ১০২ অনুচ্ছেদ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগকে মৌলিক অধিকার বলবৎ করার এখতিয়ার দিয়েছে। কিন্তু ক্ষমতাসীনরা তা ব্যবহার করেছে নিজের জন্য। অন্যান্য দেশের মতো বাংলাদেশেরও সংবিধান থাকলে ইতোপূর্বে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার সেই সংবিধানকে তার ব্যক্তিগত ও রাজনৈতিক স্বার্থ হাসিল করতে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে।

ফলে ছাত্র জনতার আন্দোলনের তোপের মুখে দেশ ছেড়ে পালাতে হয়েছে শেখ হাসিনাকে, যিনি তার ক্ষমতাকে চিরস্থায়ী করতে এ দেশের সংবিধানকে নিজের মতো করে সাজিয়ে নিয়েছিলেন। এর ফলে সংবিধান থাকলেও তা যথাযথভাবে প্রয়োগ হয়নি। সংবিধান বা গঠনতন্ত্র প্রয়োগে স্বৈরাচারী পতিত আওয়ামী লীগ সরকার স্বেচ্ছাচারিতা করায় এ দেশের সাধারণ জনগণ তাদের নাগরিক অধিকার থেকে শুরু করে বিভিন্ন মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে।

এর মধ্যে সাধারণ মানুষেরা ন্যায় বিচার পাননি, অবিচার আর শোষণের শিকার হয়ে আওয়ামী লীগ সরকারের কাছে বারংবার নির্যাতন ও নিপীড়িত হয়েছে। শুধু তাই নয় সংবিধান অনুযায়ী নিরপেক্ষ নির্বাচন হওয়ার কথা থাকলেও স্বৈরাচারী সরকার সংবিধান লঙ্ঘন করে, রাতের আঁধারে ভোট চুরি করে দীর্ঘ ১৫ বছর ক্ষমতা টিকে ছিল। শিক্ষা, চাকরি, ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছেন এ দেশের মানুষেরা। বিশেষ করে যারা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিল না তারাই বেশি নিপীড়িত হয়েছেন।

দ্রুত দেশের সংবিধান সংস্কার বা বাতিল করে পুনরায় নতুন গনতান্ত্রিক সংবিধান প্রণয়ন প্রয়োজন। এ দেশের মানুষের আস্থা এবং বিশ্বাস বর্তমান অন্তর্বর্তী সরকার নতুন একটি গনতান্ত্রিক সংবিধান প্রনয়ন করবে যা এদেশের মানুষের সামনের দিনগুলোর জন্য একটি সুন্দর ভবিষ্যৎ এবং দৈনন্দিন শান্তি শৃঙ্খলাপূর্ণ পরিবেশ তৈরি করবে।

জেসিনা মুর্শীদ প্রাপ্তি
ইংরেজি সাহিত্য
যশোর সরকারি মহিলা কলেজ। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh