Logo
×

Follow Us

লাইফস্টাইল

ঘুরে আসুন গোলাপগ্রাম

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০১৯, ১০:৪৫

ঘুরে আসুন গোলাপগ্রাম

সাভারের সাদুল্লাহপুরে অবস্থিত গোলাপগ্রামের রঙ বেরঙের গোলাপের মোহমায়া রূপ। ছবি: ভ্রমণগাইড

ভ্রমণপিপাসুরা তৃষ্ণা মেটায় ভ্রমণে। কখনো পাহাড়, ঝর্ণা, হাওর আবার কখনো দর্শনীয় স্থান দেখে চোখ ও মনের পিপাসা মেটায়। ভ্রমণপিপাসুরা মনকে শীতল করতে ঘুরে আসতে পারেন গোলাপ গ্রাম থেকে। এখানে রয়েছে রঙ বেরঙের গোলাপের মোহমায়া রূপ। রয়েছে আঁকা বাকা গ্রামীণ সরুপথ, মাথার উপর খোলা আকাশের হাতছানি ও পাখির ডাক। গ্রামটির নাম সাদুল্লাহপুর। এটি সাভারে অবস্থিত। কর্মব্যস্ততাকে ছুটি দিয়ে পেতে পারবেন গ্রামীণ ছোঁয়া। দিনে গিয়ে দিনে ফেরার জন্য উপযুক্ত স্থান এটি। 

গোলাপ গ্রামে পাওয়া যায় লাল, হলুদ, সাদাসহ রঙ বেরঙের গোলাপ। গোলাপ ছাড়াও দেখা মিলে জারভারা, গ্লাডিওলাস সহ আরো অনেক ফুলের। ফুলের স্নিগ্ধতায় ও পবিত্রতায় আপনার মন ভরে ওঠবে সন্দেহ নেই। এখানে আপনি পরিবার ও আত্মীয়দের নিয়ে যেতে পারবেন।

পুরো গ্রামটাই যেন গোলাপে ঘেরা। রাস্তার দুধারে উঁচু উঁচু গোলাপ গাছ। জমিতে রয়েছে মিরিন্ডা জাতীয় গোলাপের পসরা। টমটমে চড়ে কিংবা পায়ে হেঁটে আপনি দেখতে পারবেন পুরো গ্রাম। বড় বড় বাগানগুলো অবশ্য হাট থেকে বেশ দূরে। ভেতরের গ্রামের দিকে। ভোরের স্নিগ্ধতায় আর লালের মোহমায়ায় আপনি মন হারাতে পারবেন সেখানে। ভ্রমণ করতে পারবেন কল্পনার আকাশে। যতদূর চোখ চায় সেদিকে দেখতে পাবেন গোলাপ আর গোলাপ। 

ঢাকার খুব কাছেই সাদুল্লাহপুর। যাতায়াতও খুব সহজ। অল্প খরচে ভালো একটি ভ্রমণের স্বাদ পাওয়া যাবে। দুপুরে খাবার খেতে পারবেন সাদুল্লাহপুর বাজারে। সেখানে মোটামুটি মানের কিছু খাবার হোটেল আছে। ভাত, মাছ, মাংস যেকোনো খাবার খেতে পারবেন।

গোলাপ গ্রামে গিয়ে আপনি অনেক অল্প টাকায় বেশি গোলাপ কিনতে পারবেন। প্রতি সন্ধ্যায় শ্যামপুরে বসে গোলাপের হাট। দেশের বিভিন্ন প্রান্ত থেকে গোলাপ কিনতে সে হাটে ভিড় জমায়।

যেভাবে যাবেন

রুট একঃ সাদুল্লাহপুর যাওয়ার সহজ উপায় হলো মিরপুর থেকে যাওয়া। প্রথমে ঢাকার যেকোনো প্রান্ত থেকে আপনাকে যেতে হবে মিরপুর এক নম্বরে। মিরপুর দশ কিংবা এক নম্বর থেকে রিকশায় আপনাকে যেতে হবে দিয়াবাড়ি বটতলা ঘাট। মনে রাখবেন এটি উত্তরা দিয়াবাড়ি নয়। দিয়াবাড়ি বটতলা ঘাট থেকে ট্রলার, স্পিডবোর্ড, শ্যালো নৌকা দিয়ে আপনি সাদুল্লাহপুর যেতে পারবেন। সাদুল্লাহপুর ঘাটে নেমে রিকশায় চড়ে কিংবা অটোতে চড়ে আপনি বাগানগুলো ঘুরে ঘুরে দেখতে পারবেন। 

রুট দুইঃ টঙ্গি স্টেশন থেকে সিএনজি নিয়ে কামাড়পাড়া হয়ে বিরুলিয়া ব্রিজ যেতে হবে। সিএনজি রিজার্ভ নিয়ে যেতে খরচ হবে ২০০ টাকা। বিরুলিয়া ব্রিজ থেকে অটোতে ১০ টাকা ভাড়া দিয়ে যেতে হবে আরাকান বাজার। সেখান থেকে ১০ টাকা অটোভাড়া দিয়ে যেতে হবে সাদুল্লাহপুর।  

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫