Logo
×

Follow Us

লাইফস্টাইল

স্টুডিও অ্যাপার্টমেন্ট

Icon

রবিউল কমল

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৩, ১৪:৩১

স্টুডিও অ্যাপার্টমেন্ট

স্টুডিও অ্যাপার্টমেন্ট বাংলাদেশের মানুষের কাছে বেশ নতুন ধারণা। ছবি: সংগৃহীত

হলিউড চলচ্চিত্রের ভক্ত হলে স্টুডিও অ্যাপার্টমেন্ট চেনার কথা। রোমান হলিডের মতো ক্লাসিক সিনেমা থেকে শুরু করে অসংখ্য আধুনিক চলচ্চিত্রে স্টুডিও অ্যাপার্টমেন্ট দেখানো হয়েছে। তবে বাংলাদেশের মানুষের কাছে এটি বেশ নতুন ধারণা। 

তাই জেনে নিন, স্টুডিও অ্যাপার্টমেন্ট কী এবং কাদের জন্য উপযুক্ত।

স্টুডিও অ্যাপার্টমেন্ট কী

একটি স্টুডিও অ্যাপার্টমেন্টকে একটি ঘর হিসেবে বর্ণনা করা যেতে পারে। যে ঘরটি সিঙ্গেল হলেও বেশ বড়। আর এটি একটি বেডরুম, লিভিং রুম ও রান্নাঘরের সমন্বয়ে গঠিত। তবে রুমগুলো কোনো দেয়ালের মাধ্যমে আলাদা করা থাকে না। একটি স্টুডিও অ্যাপার্টমেন্টের সবগুলো রুম, বাথরুম ব্যতীত একই জায়গায় থাকে। মূলত স্থপতিরা যখন স্টুডিও অ্যাপার্টমেন্ট ডিজাইন করেন, তখন ভিন্ন ভিন্ন রুমের জন্য নির্দিষ্ট জায়গা বরাদ্দ রাখেন। কিন্তু সেগুলো দেয়াল দিয়ে আলাদা করা থাকে না।

স্টুডিও অ্যাপার্টমেন্ট ও এক বেডরুম অ্যাপার্টমেন্টের পার্থক্য

যদি একা বা প্রিয় মানুষটির সঙ্গে বসবাস করতে চান, তাহলে প্রথম পছন্দ হওয়া উচিত ছোট জায়গা। এজন্য দুটি বিকল্প থেকে একটি বেছে নিতে পারেন। একটি হলো বেডরুম অ্যাপার্টমেন্ট, আরেকটি হলো স্টুডিও অ্যাপার্টমেন্ট। এই দুটির মধ্যে মূল পার্থক্য হলো- বেডরুম অ্যাপার্টমেন্টের রুমগুলো দেয়াল দিয়ে আলাদা করা থাকে। কিন্তু স্টুডিও অ্যাপার্টমেন্ট এর বিপরীত, সবই থাকে, শুধু দেয়াল দিয়ে আলাদা করা থাকে না।

স্টুডিও অ্যাপার্টমেন্টের সুবিধা

স্টুডিও অ্যাপার্টমেন্টগুলোর বেশ কিছু সুবিধা আছে। প্রথমত এটি খরচ সাশ্রয়ী হয়, রক্ষণাবেক্ষণ খরচও অনেক কম। এছাড়া সাজিয়ে-গুছিয়ে রাখতে অনেক আসবাবপত্রের প্রয়োজন হয় না। সব মিলিয়ে ভাড়া ও বসবাস উভয়ের জন্য স্টুডিও অ্যাপার্টমেন্ট অর্থের ভালো বিনিয়োগ এবং এটি অর্থ সঞ্চয়ে সহায়তা করবে।

আবার স্টুডিও অ্যাপার্টমেন্টগুলোতে অনেক আসবাবপত্রসহ আলাদা আলাদা রুম থাকে না। তাই রুম পরিষ্কারের জন্য অনেক কষ্ট বা সময় ব্যয় করতে হয় না। স্টুডিও অ্যাপার্টমেন্টে ছোট জায়গা থাকায় তা পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখতে উৎসাহিত করে। আর একটি পরিষ্কার ঘর মানসিক সন্তুষ্টি এনে দেয়।

সবকিছু যখন এক ঘরে ও নাগালের মধ্যে থাকে, তখন মৌলিক কাজগুলো সহজ হয়। একই সঙ্গে কাজগুলো খুব বেশি বিরক্তিকর হয়ে ওঠে না। রান্না করা, খাওয়া, বিশ্রাম নেওয়া, এমনকি প্রিয় টিভি শো দেখার মতো কাজগুলো রুম পরিবর্তন না করেই করা যায়। আর এটি কাজকে আরও আনন্দময় ও মনোরম করে তোলে।

স্টুডিও অ্যাপার্টমেন্টগুলো সাধারণত ৬০০ বর্গফুটের হয়, তবে ৩০০ বর্গফুটের মতো ছোটও হতে পারে। তাই এ জাতীয় অ্যাপার্টমেন্টগুলো নকশা করতে সৃজনশীলতা প্রয়োজন। সঠিক ধারণা দিয়ে একটি স্টুডিও অ্যাপার্টমেন্টকে পরিবেশবান্ধব বা নান্দনিকভাবে মনোরম করে তোলা সম্ভব। এমনকি সৃজনশীলতার মাধ্যমে এটিতে বিলাসবহুল লুক আনতে পারেন। তাতে রুচির পরিচয় ফুটে উঠবে।

কাদের জন্য স্টুডিও অ্যাপার্টমেন্ট

স্টুডিও অ্যাপার্টমেন্ট সম্পর্কে কিছু মানুষের ভিন্ন মতামত আছে। যেমন- অনেকে ভাবেন, তারা বড় অ্যাপার্টমেন্ট কিনলে তাদের বিনিয়োগটা ভালো হবে। আলাদা আলাদা কাজের জন্য আলাদা রুম থাকা আরামদায়ক হবে। আবার যারা বিভিন্ন জিনিস দিয়ে ঘর সাজাতে ভালোবাসেন, তারাও ভাবতে পারেন যে এটি সেরা বিকল্প নয়। কিংবা যাদের বাড়িতে নিয়মিত অতিথি আসেন তাদের প্রথম পছন্দ বড় অ্যাপার্টমেন্ট।

কিন্তু একটি ছোট পরিবারের জন্য বা যারা একা থাকতে পছন্দ করেন তাদের জন্য স্টুডিও অ্যাপার্টমেন্ট সেরা। কারণ এখানে সীমিত জায়গার মধ্যে সবকিছু রাখা যায়। এছাড়া নিখুঁত বিন্যাস ও নকশার মাধ্যমে স্টুডিও অ্যাপার্টমেন্টকে চমৎকার করে উপস্থাপন করা যায়। সুতরাং এটি একটি উপযুক্ত বিকল্প হতে পারে তাদের জন্য, যারা বড় শহরে বাস করেও কিছু অর্থ সঞ্চয় করতে চান।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫