Logo
×

Follow Us

লাইফস্টাইল

১০ বছরের শিশু উঠল ৪ হাজার মিটার উচ্চতায়

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৩, ২২:৫০

১০ বছরের শিশু উঠল ৪ হাজার মিটার উচ্চতায়

অন্নপূর্ণায় বাংলাদেশের পতাকা হাতে অহনা ও তার বাবা। ছবি- সংগৃহীত

অহনা রিদা জাহরা। বয়স তার মাত্র ১০ বছর। পড়ে পঞ্চম শ্রেণিতে। চলতি মাসের শুরুতে সে ঘুরে এসেছে উচ্চতায় বিশ্বের দশম পর্বতশৃঙ্গ অন্নপূর্ণা। বেজ ক্যাম্প পর্যন্ত গিয়েছিল সে। উঠেছিল ৪ হাজার ১৩০ মিটার উচ্চতায়। সঙ্গে ছিলেন বাবা অনিকেত চৌধুরী। 

গত ৩০ অক্টোবর বাবা ও মায়ের সঙ্গে নেপাল ভ্রমণে যায় অহনা। গত বৃহস্পতিবার দেশে ফেরত আসেন তারা। 

অহনার বাবা অনিকেত চৌধুরী বলেন, ঢাকা থেকে ১১ সদস্যের একটি দল যাত্রা শুরু করে। ভ্রমণের ব্যবস্থাপনায় ছিল রোপফোর নামের সংগঠন। এই ১১ জনের এটিই ছিল প্রথম হিমালয় যাত্রা। বেলা দুটার দিকে নেপালে পৌঁছে যান তারা।

অহনা জানায়, অপরূপ অন্নপূর্ণা পর্বতশৃঙ্গে ওঠার সময় তাপমাত্রা ছিল ছয় ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এত ঠান্ডা আগে কখনো অনুভব করিনি। পাঁচটা শীতের পোশাক গায়ে জড়িয়ে দিয়েছিল বাবা। কাঁধে চার কেজি ওজনের ব্যাগ ছিল। এসব নিয়েই হাঁটা শুরু করেছি। কখনো পাথরের পথ ধরে খাড়া উঠেছি, কখনো হিমশীতল বরফের মাঝখানে চলেছি। আমার অন্য রকম ভালো লাগা কাজ করেছে।

অহনা চিটাগং সানশাইন গ্রামার স্কুল অ্যান্ড কলেজে পড়ে। তার বাবা অনিকেত চৌধুরী পেশায় স্থপতি। মা মেহজাবিন ইবানা ইন্টেরিয়র ডিজাইনার। নগরের নাছিরাবাদ আবাসিক এলাকায় থাকেন তারা।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫