
সংসার টিকে থাকে স্বামী ও স্ত্রীর ভালোবাসায়। তবে সংসারে স্বামীর চেয়ে স্ত্রীর দায়িত্ব, কর্তব্য, যত্ন ও ভালোবাসা বেশি থাকে। অনেক স্বামীই তাঁর স্ত্রীকে সুখী করতে পারে না। অথচ পরিবারে শান্তি রক্ষা করার জন্য স্ত্রীকে খুশি রাখা খুব গুরুত্বপূর্ণ।
ভারতীয় সংবাদ মাধ্যম 'আনন্দবাজার পত্রিকা' এক প্রতিবেদনে স্ত্রীর মন রক্ষার ৭ কৌশলের কথা উল্লেখ করেছে।
১. স্ত্রীকে খুশি রাখার একটি উপায় হলো তাঁর কথা মনোযোগ দিয়ে শোনা। তাই সংসার কিংবা অন্য যেকোনো বিষয়ে সে কোনো কথা বললে তা মন দিয়ে শুনুন। স্ত্রীর ভালো কাজগুলোর প্রশংসা করুন।
২. স্ত্রীর সাথে মিথ্যা কথা বলা বন্ধ করুন। কারণ কোনো গৃহকর্ত্রী মিথ্যা বলা পছন্দ করেন না।
৩. নারীরা কখনোই তাঁর পরিবার বা প্রিয় বন্ধুদের সম্পর্কে কোনোরকম সমালোচনা সহ্য করতে পারেন না। তাই স্ত্রীর সামনে আপনজনদের সম্পর্কে সমালোচনা করবেন না।
৪. স্ত্রীকে কখনোই অন্যের সঙ্গে তুলনা করবেন না। এতে সে কষ্ট পাবে।
৫. স্ত্রীর উপস্থিতিতে কখনো তৃতীয় ব্যক্তিকে বেশি গুরুত্ব দেবেন না। কোনো পুরনো বন্ধু বা পরিচিত কেউ সামনে থাকলেও সমানভাবে গুরুত্ব দিন।
৬. বাসায় রান্নার কাজ ও সন্তানের যত্ন নিতে স্ত্রীকে সহযোগিতা করুন। সারা দিন অফিস করে এসে ঘরের কাজ করতে আপনার ইচ্ছা করবে না। আপনার স্ত্রীর ক্ষেত্রেও কিন্তু বিষয়টি তাই। তাই ঘরের কাজে স্ত্রীকে সাহায্য করুন।
৭. ফুল ও উপহার পছন্দ করে সবাই। স্ত্রীর মন জয় করতে মাঝে মাঝে তাঁকে ফুল ও ছোট ছোট উপহার দিতে পারেন। এতে সে খুশি হবে।