Logo
×

Follow Us

লাইফস্টাইল

গয়নার যত্ন

Icon

প্রকাশ: ৩১ আগস্ট ২০১৯, ১১:৫৫

গয়নার যত্ন

ছবি: সংগৃহীত

নারীর সাজগোজের অন্যতম গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হলো গয়না। পোশাকের সাথে মানানসই গয়না রুচিশীল ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ ঘটায়। গয়নার স্থায়িত্ব বাড়ে যত্নে।

এনডিটিভির বরাত দিয়ে বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে গয়নার দীর্ঘকালীন চাকচিক্য ধরে রাখার কয়েকটি পরামর্শ।

১. হীরার গয়না ছাড়া অন্য কোনো গয়নায় পানি বা সাবান লাগানো উচিত নয়। কুন্দন বা হীরের গয়না নরম তুলা জড়ানো প্লাস্টিকের বাক্সে রাখবেন। এতে ভাঙবে কম।

২. গয়নার ওপরে সরাসরি পারফিউম স্প্রে করা থেকে বিরত থাকুন।

৩. রুপার গয়না সুন্দর রাখতে প্রথমে গয়নাটি ভালোভাবে মুছে তার উপর ট্যালকম পাউডার লাগান। এরপর শুকনো সুতি কাপড় দিয়ে ঘষে পরিষ্কার করে নিন। এতে গয়না অনেকদিন ভালো থাকবো।

৪. মুক্তার গয়না ব্যবহার শেষে নরম, ভেজা কাপড় দিয়ে মুছে ফেলতে হবে। তবে খুব বেশি ময়লা হলে পানিতে সামান্য সাবান মিশিয়ে নিয়ে ব্রাশ দিয়ে ঘষে পরিষ্কার করতে হবে। মুক্তার গয়না সবসময় মখমলের কাপড়ে মুড়িয়ে রাখবেন। গরমের সময় মুক্তার গয়না না পরাই ভালো। কারণ, ঘাম লাগলে মুক্তার দ্যুতি নষ্ট হয়ে যেতে পারে।

৫.পান্না খুবই নরম ও ঠুনকো পাথর। পান্নার গয়না সবসময় বসে পরিধান করবেন, যেন হাত থেকে পড়লেও তা ভেঙে না যায়।

৬. সব গয়না এক সঙ্গে না রেখে আলাদা ভাবে রাখুন। কারণ, একই বাক্সে রাখলে তা জড়িয়ে গিয়ে ছিঁড়ে যেতে পারে বা ঘষা লেগে চমক নষ্ট হয়ে যেতে পারে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫