Logo
×

Follow Us

লাইফস্টাইল

বেশিদিনের জন্য বেড়াতে গেলে যা করবেন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১৬:১৬

বেশিদিনের জন্য বেড়াতে গেলে যা করবেন

পর্যটন এলাকা। ছবি: সংগৃহীত

কর্মব্যস্ত জীবনে খুব বেশিদিনের জন্য সচরাচর বেড়াতে যাওয়া হয় না। তবে যদি একটি লম্বা ছুটি পাওয়া যায় তাহলে বাঙালিকে আর রোখে কে! কিন্তু স্যুটকেস গুছিয়ে বেরিয়ে পড়লেই হলো না। তার আগে অবশ্যই কিছু কাজ গুছিয়ে রেখে যেতে হবে।

ক্রেডিট কার্ড সক্রিয় ও ইনডোর্স করে রাখুন। বাইরে ঘুরতে গেলে হঠাৎই টাকার প্রয়োজন হতে পারে। ব্যাংকের এটিএমে যথাযথ টাকা আছে কিনা সেটিও নিশ্চিত করুন।

চোরের উপদ্রব নতুন কিছু নয়। তাই লম্বা ছুটিতে গেলে কোনো বিশ্বস্ত সিকিউরিটি সংস্থার সঙ্গে যোগাযোগ করুন। প্রয়োজনে কোনো আত্মীয়কে দায়িত্ব বুঝিয়ে বাড়িতে রেখে যেতে পারেন বা কয়েক দিন পর পর এসে বাড়ির খোঁজ নিয়ে যেতে বলতে পারেন।

বিমান বা বাস-ট্রেন, টিকিট কনফার্ম কিনা, সেটি নিশ্চিত করে তবেই বাড়ি থেকে বের হোন। অনেককেই কিন্তু ঘুরতে গিয়ে টিকিটের ঝামেলা পোহাতে হয়।

ট্যুরে যাওয়ার আগে সব বিল মিটিয়ে দিন। প্রি-প্রেইড হলে বিদ্যুতের মিটারে টাকা রিচার্জ করে যাবেন। এসি, ফ্যান, লাইটের সুইচ বন্ধ করে রেখে যাবেন।

যেখানে ঘুরতে যাচ্ছেন, সেখানকার আবহাওয়া সম্পর্কে খোঁজ নিয়ে প্যাকিং করুন। অযথা কাপড় বাড়াবেন না। আবার কাপড় কম নিলেও ঝামেলায় পড়বেন।

ঘরে রাখা অতিরিক্ত খাবার হয় নিজেরা খেয়ে শেষ করুন। নইলে কাউকে দিয়ে দিন। নষ্ট করবেন না। ফল-সবজির ক্ষেত্রেও তাই। মোট কথা বাড়িতে রেখে যাবেন না।

যেখানে ঘুরতে যাচ্ছেন, সেখানকার সব যোগাযোগ নম্বর এক কপি করে বিশ্বস্ত কোনো বন্ধু বা আত্মীয়-স্বজনকে জানিয়ে রাখুন।

প্রয়োজনীয় জিনিস ব্যাগের একেবারে ভেতরে ঢোকাবেন না। প্রতিপদে লাগতে পারে এ রকম জিনিস হাতব্যাগে রাখুন। ওষুধ, ফার্স্ট এইড বক্স নিতে ভুলবেন না।

বাড়ির বাইরে জুতার র‌্যাক বা কোনো আসবাব থাকলে সেটা ভেতরে ঢুকিয়ে রেখে যান। বিছানাপত্র, ডাইনিং টেবিল ঢেকে রেখে যান।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫