সাজগোজে চলছে ওয়েডিং ফেস্টিভ্যাল ক্যাম্পেইন

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ১৫:৪৩

বিউটি ও পার্সোনাল কেয়ার প্রতিষ্ঠান সাজগোজ-এর নতুন ‘ওয়েডিং ফেস্টিভ্যাল’ ক্যাম্পেইন শুরু হল আজ। চলবে ২০ জানুয়ারি পর্যন্ত। এই ক্যাম্পেইনে নববধূদের জন্য মিলবে এক্সক্লুসিভ ডিল ও গিফট।
বিয়ের ব্যস্ত সময়কে ঝামেলামুক্ত ও সুন্দর করতে সাজগোজ দিচ্ছে ব্রাইডাল মেকআপ ও ওয়েডিং গিফট বান্ডেলে ৫০ শতাংশ পর্যন্ত ছাড়। লাক্সারিয়াস লিপস্টিক, ভাইব্রেন্ট আইশ্যাডো প্যালেট, স্কিনকেয়ার প্রোডাক্টসহ বিভিন্ন প্রোডাক্ট কিনলে এই বিশেষ অফার পাওয়া যাবে। এছাড়া, ক্যাম্পেইনের প্রথম দিনে ৩ হাজার টাকার বেশি কেনাকাটা করলে থাকছে ফ্রি লিপস্টিক জেতার সুযোগ।
সাজগোজ-এর সিওও সিনথিয়া শারমিন ইসলাম বলেন, বিয়ে মানেই আনন্দ আর নানা ধরণের উদযাপন। কাস্টমারদের এই বিশেষ মুহূর্তগুলোর অংশ হতে পেরে আমরা আনন্দিত। সেই সঙ্গে আমাদের ‘ওয়েডিং ফেস্টিভ্যাল’ ক্যাম্পেইনে আমরা অথেন্টিক, হাই-কোয়ালিটির প্রোডাক্ট এবং বিভিন্ন এক্সক্লুসিভ অফারস দিচ্ছি, যাতে প্রতিটি নববধূর সৌন্দর্য সবাইকে মুগ্ধ করে আর সব অতিথিরা যেন উদযাপনের আমেজ উপভোগ করতে পারে।
বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করতে পারেন ওয়েবসাইট shajgoj.com অথবা নিকটবর্তী যেকোন আউটলেট।
২০১৩ সালে প্রতিষ্ঠিত সাজগোজ দেশের বিউটি ও পার্সোনাল কেয়ার ই-কমার্স প্ল্যাটফর্ম, যা মানসম্পন্ন বিউটি সমাধান ও প্রোডাক্ট দেশব্যাপি সহজলভ্য করতে প্রতিশ্রুতিবদ্ধ। প্রাথমিকভাবে একটি কনটেন্ট-শেয়ারিং সাইট হিসেবে শুরু হলেও সাজগোজ বর্তমানে একটি বিশ্বস্ত অনলাইন ও অফলাইন প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। এখানে ল’রিয়াল, রেভলনের মতো আন্তর্জাতিক ও স্থানীয় উভয় ব্র্যান্ডের প্রোডাক্ট রেঞ্জ রয়েছে। ২০২২ সালে সাজগোজ ২১ কোটি টাকা বিনিয়োগ পায়, যার মধ্যে ১৭ কোটি টাকা (২ মিলিয়ন মার্কিন ডলার) আসে মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক সেকোইয়া ক্যাপিটাল এবং একটি দেশীয় টেক-ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম থেকে। সিঙ্গাপুরের অ্যাঞ্জেল ইনভেস্টমেন্ট নেটওয়ার্ক, ব্র্যাক-ওসিরিস ইমপ্যাক্ট ভেঞ্চারস এবং আহান ইনভেস্টমেন্টের মতো বিনিয়োগকারী প্রতিষ্ঠানও সাজগোজ-এর বৃদ্ধিতে ভূমিকা রেখেছে। বর্তমানে সাজগোজ ৮ শতাধিক কর্মচারীর একটি দক্ষ দল, যাদের মধ্যে প্রায় ৫০০ জন নারী, দ্বারা পরিচালিত হচ্ছে। ১০ লক্ষাধিক বিশ্বস্ত গ্রাহক এবং ৭০ শতাংশ রিটার্ন রেটসহ সাজগোজ বাংলাদেশের বিউটি ও পার্সোনাল কেয়ার ইন্ডাস্ট্রিকে ক্রমাগত রূপান্তরিত করে চলেছে।