Logo
×

Follow Us

লাইফস্টাইল

কক্সবাজারে বার্নিং ক্র্যাব ফেস্টিভ্যাল

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৫, ১৬:৩৮

কক্সবাজারে বার্নিং ক্র্যাব ফেস্টিভ্যাল

বার্নিং ম্যানের আদলে বার্নিং ক্র্যাব ফেস্টিভ্যাল হবে কক্সবাজারের মারমেইড বিচ রিসোর্টেপ্রকৃতির মিশেলে ২৯ থেকে ৩১ জানুয়ারি অভিনব এই উৎসবের আয়োজন হতে যাচ্ছে

বিশ্বের সবচেয়ে বড় শিল্প ও সংস্কৃতি উৎসবগুলোর মধ্যে অন্যতম বার্নিং ম্যানউৎসবটি যুক্তরাষ্ট্রের নেভাডা ব্ল্যাক রক সিটির মরুভূমিতে প্রতি বছর অনুষ্ঠিত হয়। সেখানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শিল্পী, উদ্যোক্তা এবং দর্শকেরা এসে একত্র হন। সৃজনশীলতা, মুক্ত পরিবেশ, স্বাধীনতা এগুলোই হচ্ছে উৎসবের মূলমন্ত্র।

একই আদর্শে সংগীত, শিল্পকলা ও প্রকৃতির মিশেলে তিন দিনব্যাপী অভিনব এই উৎসবের আয়োজন হবে কক্সবাজারের মারমেইড বিচ রিসোর্টে। উৎসবের নাম দেওয়া হয়েছে বার্নিং ক্র্যাব ফেস্টিভ্যালএতে বিভিন্ন দেশের শিল্পী, উদ্যোক্তা আর সৃজনশীল মানুষেরা অংশ নেবেন।

উৎসবের আয়োজক মারমেইড ইকো ট্যুরিজম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আনিসুল হক চৌধুরী বলেন, ‘টেক এ ব্রেক’-এ উৎসবের মূল ধারণা। আয়োজনের তিন দিনে অতিথিদের রোমাঞ্চকর সব অভিজ্ঞতার ভেতর দিয়ে নিয়ে যাওয়া হবে। খাবারে শুধু স্বাদ নয়, ইতিহাস, সংস্কৃতি ও সৃজনশীলতাও খুব গুরুত্বপূর্ণ

এশিয়ার মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব বুসানের সেরা পুরস্কারজয়ী সিনেমা বলী: দ্য রেসলারএবার প্রদর্শিত হবে বার্নিং ক্র্যাব ফেস্টিভ্যালে।

বার্নিং ক্র্যাব ফেস্টিভ্যালের কিউরেটর হিসেবে থাকছেন জাপানের বিখ্যাত ফেস্টিভ্যাল আর্কিটেক্ট ও লাইটিং ডিজাইনার জিরো এনদো। উৎসবে ইনারা জামালের তৈরি খাবারগুলোর মধ্যে থাকবে সামুদ্রিক মাছের নানান পদ। এ ছাড়া থাকবে ঐতিহ্যবাহী বাংলাদেশি খাবারের অভিনব সব পরিবেশনা।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫