Logo
×

Follow Us

লাইফস্টাইল

দুবাই থিমের পোশাকে আবায়া অ্যান্ড গাউন

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:০১

দুবাই থিমের পোশাকে আবায়া অ্যান্ড গাউন

ভিন্ন ধারার ফ্যাশন হাউজ আবায়া অ্যান্ড গাউন এবার নিয়ে এলো দুবাই থিমের পোশাক। আমাদানির পাশাপাশি এখন দেশেই দুবাই থিমের পোশাক উৎপাদন শুরু করেছে প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠানটির তৃতীয় শোরুম উদ্বোধন হলো বনানীতে। আবায়া অ্যান্ড গাউনের প্রতিষ্ঠাতা এবং কার্য-নির্বাহী প্রধান মারুফা জাহান জানান, শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বনানীর ১১ নম্বর রোডের ই-ব্লকে অ্যালিসন টাওয়ারে ক্রেতা এবং শুভাকাঙ্খীদের সরব উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু আবায়া অ্যান্ড গাউনের নতুন এই শাখা। বনানীর নতুন এই শাখাটি মূলত অভিজাত ক্যাটাগরির একটি শাখা যেখানে অভিজাত থিমের পোশাকগুলো প্রাধান্য পাবে।

নতুন শোরুম উদ্বোধন উপলক্ষে মারুফা জাহান বলেন, হিজাব, বোরখা বা মডেস্ট লাইফস্টাইলে আগ্রহী সবার জন্য "একের ভেতরে সব" আছে আবায়া এন্ড গাউনে। ডিজাইনে আমরা সবসময় গুনগতমান আর আরামকে প্রাধান‍্য দেই। আর আমাদের বনানী আউটলেটের বিশেষত্ব হলো অন্যান্য আউটলেটের রেগুলার আইটেমের পাশাপাশি এক্সক্লুসিভ কালেকশন রেখেছি যা অন্য আউটলেটগুলোতে নেই।

উল্লেখ্য, আবায়া, হিজাব, বোরখা, গাউন, কেপ এবং এই ধরনের পোশাক যারা পরতে পছন্দ করেন তাদের জন্য দুবাই ও চীন থেকে আমদানী করা পোশাকও আছে এই ফ্যাশন হাউজে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫