Logo
×

Follow Us

লাইফস্টাইল

অঞ্জন’সের ঈদ কালেকশন

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ২২ মার্চ ২০২৫, ১৬:২৫

অঞ্জন’সের ঈদ কালেকশন

দেশীয় ফ্যাশন হাউজ অঞ্জন’স ঈদ উপলক্ষে নিয়ে এসেছে নানা পোশাক। ট্রেন্ডি, স্টাইলিশ বৈচিত্র্যময় ডিজাইনের পোশাক দেখা মিলছে সব আউটলেটে।


প্রতিবারের মতো এবারের ঈদ কালেকশনেও একই পরিবারের জন্য রয়েছে একই রঙের একই ডিজাইনের গ্রুপ পোশাক। এবার ঈদ বসন্তের শেষ এবং গ্রীষ্মের শুরুতে, তাই পোশাক ডিজাইন, রং নির্বাচন ফেব্রিক ব্যবহারের ক্ষেত্রে এই বিষয়গুলো গুরুত্ব পেয়েছে।

কালেকশনে মেয়েদের জন্য রয়েছে শাড়ি, সালোয়ার কামিজ, ওড়না, ট্রেন্ডি টপস বিভিন্ন ধরনের আধুনিক জুয়েলারীছেলেদের জন্য মিলছে পাঞ্জাবি-পাজামা, শার্ট, ফতুয়া, টিশার্ট কটি। শিশু-কিশোরদের জন্য রয়েছে পাঞ্জাবি-পাজামা, শার্ট, সালোয়ার কামিজ ফ্রক।

রাজশাহী বলাকা সিল্ক, মসলিন, হাফসিল্ক, কটন সিল্ক, লিনেন কটন, টাঙ্গাইল কটন ভয়েল কাপড়ে শাড়িগুলোতে ব্লকপ্রিন্ট, স্ক্রীনপ্রিন্ট এম্ব্রয়ডারী করা হয়েছে। ঈদ উপলক্ষে এক্সক্লুসিভ শাড়িগুলোতে অলওভার এম্ব্রয়ডারী কারচুপি করা হয়েছে।

কটন, লিনেন কটন, জ্যাকার্ড কটন, রেয়ন কটন, সফট সিল্ক, ডুপিয়ানসহ বিভিন্ন ধরনের কাপড়ে ‍মিলছে মেয়েদের সালোয়ার কামিজ, সিঙ্গেল কামিজ শট, লং, মিডিয়াম লেন্থের টপস। কামিজ টপসগুলোতে সমসাময়িক ট্রেন্ড প্যাটার্ন বেশি গুরুত্ব পেয়েছে।

সাদা, লাল, মেরুন, কালো, নীল, সবুজ, বাদামিসহ বিভিন্ন রঙের পাঞ্জাবি রয়েছে এবারের ঈদ কালেকশনে। কটন, জ্যাকার্ড কটন, এন্ডি কটন, রেয়ন কটন, ভয়েলসহ বিভিন্ন কাপড়ের পাঞ্জাবিগুলোতে এম্ব্রয়ডারী, কারচুপি, ডিজিটাল প্রিন্ট স্ক্রীন প্রিন্ট বেশি গুরুত্ব পেয়েছে। কলিদার কাট, রেগুলার ফিট স্লিম ফিট পাঞ্জাবি দিয়ে সাজানো ছেলেদের ঈদ কালেকশন। পাঞ্জাবি ছাড়াও কাতান, জ্যাকার্ড ডিজাইন ভারী কটন কাপড়ের কটি কটন কাপড়ে ফুল স্লিভ হাফ স্লিভ শাট ফতুয়া মিলছে কালেকশনে।

সিলভার বেইজ মেটাল ব্যবহার করে পাথর এবং অন্যান্য বিডস্ এর সমন্বয়ে নিজস্ব ডিজাইনে আধুনিক ঐতিহ্যময় নকশায় নেকলেস, চোকার, আংটি, কানের দুল, নাকফুল, চুড়িসহ বিভিন্ন ধরনের গয়না রয়েছে এবারের ঈদ কালেকশনে।

পোশাক কিনতে যেতে পারেন ব্র্যান্ডটির যেকোন আউটলেটে। এছাড়া ভিজিট করুন অনলাইন স্টোরে www.anjans.com এ।  যোগাযোগ করুন পারেন ০১৬৭৭৫৫৮৮৭৭ নম্বরে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫