Logo
×

Follow Us

ফিচার

স্কাল্পের লুকানো সমস্যা

Icon

সুবর্ণা মেহজাবীন

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫, ১৭:৫৯

স্কাল্পের লুকানো সমস্যা

প্রতীকী ছবি

মাথার ত্বক যতটা দৃঢ় মনে হয়, ততটাই সংবেদনশীল। হঠাৎ চুলকানি, ছোট ছোট ফোলাভাব বা সাদা আঁশ-এসবই ইঙ্গিত দেয় মাথার ত্বকের ভেতরের সমস্যার। খুশকি, ফাঙ্গাস বা ব্রণ-তিনটিই শুধু চুলের সৌন্দর্য নষ্ট করে না, বরং মানসিক চাপ ও আত্মবিশ্বাসে নেতিবাচক প্রভাব ফেলে। দিনের পর দিন অফিস, পড়াশোনা বা দৈনন্দিন ব্যস্ততায় অনেক সময় মাথার ত্বকের এই অপ্রত্যাশিত সংকেতগুলোকে উপেক্ষা করি।

খুশকি বা সাদা আঁশ দেখা দিলে মাথার ত্বক শুষ্ক হয় ও চুলকায়। অতি ত্বকক্লান্তি বা আর্দ্র পরিবেশে ফাঙ্গাস জন্মায়, যা ব্রণের মতো প্রদাহ সৃষ্টি করতে পারে। অনেকের মাথায় ছোট ছোট ফোলা বা ব্রণ দেখা দেয়, যা চুলকানি বাড়িয়ে দেয় এবং চুল পড়ার ঝুঁকি বেড়ে যায়। সময়মতো চিকিৎসা না নেওয়া হলে চুলের দীর্ঘস্থায়ী দুর্বলতাও তৈরি হতে পারে। এই সমস্যার মূল কারণ হলো ত্বকের ভারসাম্যহীনতা। অতিরিক্ত তেল, ঘাম, দূষণ, মানসিক চাপ বা নিয়মিত না ধোয়া চুল-ফাঙ্গাস ও ব্রণ বাড়ায়। তাই শুধু বাহ্যিক যত্নই যথেষ্ট নয়, অভ্যন্তরীণ স্বাস্থ্য ও লাইফস্টাইলের সঙ্গেও সামঞ্জস্য রাখতে হবে।

প্রতিকার শুরু হয় নিয়মিত পরিচ্ছন্নতা থেকে। হালকা অ্যান্টি-ফাঙ্গাল শ্যাম্পু ব্যবহার করলে খুশকি ও ফাঙ্গাস নিয়ন্ত্রণে থাকে। সপ্তাহে এক-দুইবার লেবু, অ্যালোভেরা বা নারকেল তেলের ম্যাসাজ স্কাল্পে করলে প্রদাহ কমে এবং ত্বক শান্ত হয়। অতিরিক্ত তেল বা হিট স্টাইলিং এড়িয়ে চললে চুল ও ত্বক দুটোই শক্তিশালী থাকে।

খাদ্যাভ্যাস ও জীবনধারাও গুরুত্বপূর্ণ। প্রচুর পানি পান, সুষম খাদ্য-বিশেষ করে ভিটামিন ই, জিঙ্ক ও প্রোটিন-সমৃদ্ধ খাবার মাথার ত্বককে স্বাস্থ্যবান রাখে। পর্যাপ্ত ঘুম ও মানসিক চাপ কমানোও ফাঙ্গাস ও ব্রণ নিয়ন্ত্রণে সহায়তা করে। ছোট ছোট সচেতনতা-হেয়ার কম্ব বা ব্রাশ নিয়মিত পরিষ্কার রাখায়ও স্কাল্পের স্বাস্থ্য রক্ষা করে। মাথার ত্বকের খুশকি, ফাঙ্গাস বা ব্রণ শুধু বাহ্যিক সমস্যা নয়; বরং শরীরের স্বাস্থ্য ও জীবনের ভারসাম্য প্রকাশ করে। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫