Logo
×

Follow Us

লাইফস্টাইল

বৃষ্টিতে ভুনা খিচুড়ি

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০১ অক্টোবর ২০১৯, ১৬:০৭

বৃষ্টিতে ভুনা খিচুড়ি

ভুনা খিচুড়ি পাত্রে উপস্থাপন। ছবি: সংগৃহীত

ভোজনরসিকরা ভোজন বিলাসী হয়। আবহাওয়ার সঙ্গে মিল রেখে তাঁরা স্বাদে ভিন্নতা আনতে ভালোবাসেন। যেকোনো ঋতুতে ভুনা খিচুড়ি খেতে ভালো লাগলেও, বৃষ্টিতে এটি বেশ জমে। 

জানুন ভুনা খিচুড়ির পূর্ণাঙ্গ রেসিপি সম্পর্কে: 

উপকরণ:

পোলাও চাল- ১ কেজি/ ৪ কাপ

মুগ ডাল- ১ কাপ

বুটের ডাল- আধা কাপ

মসুরের ডাল- আধা কাপ

এলাচ- ৩/৪টি

দারুচিনি- ১টি

তেজপাতা ও লবঙ্গ- ২/৩টি

আদাকুচি- ১ চামচ

সরিষার তেল- আধা কাপ

ঘি- ৩ টেবিল চামচ

কাঁচামরিচ- ১০/১২টি

লবণ- স্বাদ মতো

গরম পানি- সাড়ে ৭ কাপ (চাল মাপার কাপ)

পদ্ধতি:

রান্নার ৩০ মিনিট আগে চাল ধুয়ে পানিতে ভিজিয়ে রাখুন। এর আগে ছোলার ডাল ভিজিয়ে রাখুন। মুগডাল ভেজে নিয়ে ঠাণ্ডা করে চালের সঙ্গে ভিজিয়ে রাখুন৷ তাহলে ডাল সুন্দর সিদ্ধ হবে৷ 

এরপর চুলায় হাড়ি চাপিয়ে সরিষার তেল গরম করে আস্ত সব গরম মসলা, আদাকুচি আর আস্ত কাঁচামরিচ দিয়ে কয়েক সেকেন্ড ভাজুন। এবার পানি ঝরানো চাল, তিন রকম ডাল দিয়ে পাঁচ থেকে ছয় মিনিট সব একসঙ্গে ভাজুন।

চাল আর ডাল যত বেশি ভালো করে ভাজবেন খিচুড়ি তত বেশি মজা হবে এবং ঝরঝরে থাকবে। চাল ভাজা হলে গরম পানি আর লবণ দিয়ে দুতিনবার (ফুটে) আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। ২৫ মিনিট ঢেকে দমে রান্না করবেন৷ মাঝখানে ঢাকনা একদম খুলবেন না। নইলে খিচুড়ি রান্না নষ্ট হয়ে যাবে৷ ২০ থেকে ২৫ মিনিট পর ঢাকনা খুলে উপরে ঘি দিয়ে নেড়ে মিশিয়ে পরিবেশন করুন। ইচ্ছা হলে সবজিও দিতে পারেন। রান্না শেষে গরম গরম পরিবেশন পাত্রে উপস্থাপন করুন। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫