Logo
×

Follow Us

জেলার খবর

নারী নির্যাতন মামলায় ইউপি সদস্য গ্রেফতার

Icon

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ০২ জুলাই ২০২০, ২৩:২৭

নারী নির্যাতন মামলায় ইউপি সদস্য গ্রেফতার

কুমিল্লার ম্যাপ।

কুমিল্লার চৌদ্দগ্রামে নারী নির্যাতন মামলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য ইমাম হোসেন মজুমদার রুবেলকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। 

বৃহস্পতিবার (২ জুলাই) বিকালে তাকে জেলহাজতে পাঠানো হয়। রুবেল উপজেলার উজিরপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড সদস্য এবং সামুকসার গ্রামের সেকান্দর আলীর ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, কয়েক মাস ধরে ইউপি মেম্বার ইমাম হোসেন মজুমদার রুবেল সামুকসার কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি শাহিদা আক্তারকে নানা ধরনের কুপ্রস্তাব দিয়ে আসছিল। মঙ্গলবার সকালে ক্লিনিকে প্রবেশ করে অশালীন কথাবার্তা বলে। এক পর্যায়ে সিএইচসিপি শাহিদা আক্তারের শরীরে হাত দেয় রুবেল। এতে বাধা দেয়ায় রুবেল শাহিদা আক্তারকে মেঝেতে ফেলে লাথি মারে। তাঁর চিৎকারে লোকজন এগিয়ে আসলে সে দৌড়ে পালিয়ে যায়। 

এ ব্যাপারে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল মাহফুজ বলেন, ইউপি মেম্বার ইমাম হোসেন মজুমদারকে গ্রেফতার করেছে পুলিশ।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫