Logo
×

Follow Us

লাইফস্টাইল

সুস্থ সম্পর্ক গড়ার চাবিকাঠি নিজের হাতেই

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২০, ১৩:৪৭

সুস্থ সম্পর্ক গড়ার চাবিকাঠি নিজের হাতেই

যে কোনো সম্পর্কেই উত্থান-পতন থাকে। থাকে ভালো সময়, মন্দ সময়। তবে, সর্ম্পক ভালো থাকার চাবিকাঠিটি থাকে আমাদের হাতেই।

সুস্থ সম্পর্ক গড়তে যা করবেন- 

কখনো শুধু ভালো কিংবা শুধু খারাপ গুলোকে পয়েন্ট করা উচিত নয়। মতবিরোধ হতেই পারে, কিন্তু মতবিরোধ মানেই অসম্মান নয়। একে অপরের ভাবনা কিংবা মতামতকেও শ্রদ্ধা করতে শেখা প্রয়োজন।

আমরা কারণে অকারণে অনেক কিছু নিয়ে আগে থেকে আশা রাখি। প্রিয় মানুষের থেকে আশা অবশ্যই থাকবে, কিন্তু তা যেন কখনো মাত্রাছাড়া না হয়। আশা অতিরিক্ত হলে সেই প্রভাব পড়ে সম্পর্কেও। 

এছাড়া যে সব বিষয় মাথায় রাখতে হবে তা হলো-

কর্মব্যস্ততার মাঝেও সময় করে একটু সঙ্গীর খোঁজ নেওয়া। ঠিক সময়ে খাওয়া হলো কিনা, বা আর সব ঠিকঠাক চলছে কিনা খোঁজ নিন।

সময় পেলে একে অপরের পছন্দের কাজে একসঙ্গে যাওয়া। ঘর গোছানো হোক কিংবা ছবি আঁকা।  

ছুটিতে একসঙ্গে বেরিয়ে পড়তে পারেন। লং ড্রাইভে যেতে পারেন অচেনা কোনো জায়গাতেও। 

একসঙ্গে সময় কাটানো খুব জরুরি। পছন্দের বই পড়া, গান শোনা কিংবা একে অপরের পছন্দের খাবার বানানো এসবের মধ্যে দিয়েও ভালো সময় কাটানো যায়। এছাড়াও মাঝে মধ্যে সারপ্রাইজ দিন।


Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫