Logo
×

Follow Us

লাইফস্টাইল

কুমড়ো পাতার স্বাস্থ্য গুণাগুণ

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২১, ১০:০২

কুমড়ো পাতার স্বাস্থ্য গুণাগুণ

কুমড়ো শাক অনেকেরই পছন্দের খাদ্য তালিকায় আছে। তবে, অনেকেরই হয়তো অজানা এর  স্বাস্থ্য গুণাগুণের বিষয়ে। বিশেষজ্ঞরা বলছেন, এ সবজির সবুজ পাতা নিয়মিত খাওয়ার ফলে ডায়াবেটিস নিয়ন্ত্রণসহ চোখের সমস্যা সমাধানে কার্যকরী ভূমিকা রাখে। এছাড়াও কুমড়ো পাতার অন্যান্য উপকারিতা রয়েছে। পাঠকদের জন্য কুমড়ো পাতার অন্যান্য উপকারিতা তুলে ধরা হলো-

রক্তস্বল্পতার সমস্যা সমাধান: কুমড়ো সবজির পাতা সবুজ রঙের। সবুজ এই পাতায় রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, যা শরীরে রক্তের অভাব থেকে রক্ষা করে। পরিবারের সকল মহিলা এবং শিশুদের নিয়মিত এই সবুজ পাতা খাওয়া উচিত।

ক্ষত নিরাময়: কুমড়ো পাতায় ভিটামিন-সি রয়েছে। এ উপাদানটি দ্রুত সময়ে শরীরের কোনো ক্ষতকে সারিয়ে তুলতে উপকারে আসে। তাই শরীরের কোনো অংশে আঘাত বা অভ্যন্তরীণ কাঁটা ছেড়া হয় তাহলে অবশ্যই নিয়মিত কুমড়ো পাতা খান। এছাড়াও নিয়মিত কুমড়ো পাতা খাওয়ার ফলে দাঁত ও শরীরের হাড়কে মজবুত করে তুলতে কাজ করে।

দৃষ্টিশক্তি বৃদ্ধি: সপ্তাহে অন্তত ২/৩ বার এই সবজি পাতার তরকারি, শাক, সুপ বা অন্য কোনোভাবে খাওয়ার ফলে চোখের দৃষ্টিশক্তি বাড়ে। যাদের চোখে সমস্যা রয়েছে তারা নিয়মিত কুমড়ো পাতা খেতে পারেন। এছাড়াও চোখে ছানির মতো সমস্যাও দূর করে থাকে কুমড়ো পাতা।

ত্বকের উজ্জ্বলতা ও শক্ত চুল: ভিটামিন-এ এবং সি সমৃদ্ধ হওয়ায় নিয়মিত এই পাতা খাওয়ার ফলে ত্বক উজ্জ্বল হয় এবং চোলের গোঁড়া শক্ত ও মজবুত হয়।

ব্লাড সুগার নিয়ন্ত্রণ: প্রোটিন সমৃদ্ধ সবুজ এই পাতায় রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে এবং ডায়াবেটিস রোগীদের জন্যও অনেক উপকার করে থাকে। এছাড়াও রক্তে কোলেস্টেরলও নিয়ন্ত্রণে চলে আসে।


Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫