Logo
×

Follow Us

লাইফস্টাইল

আজ বিশ্ব মেরুদণ্ড দিবস

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২১, ১৪:১৭

আজ বিশ্ব মেরুদণ্ড দিবস

বিশ্ব মেরুদণ্ড দিবসের আলোচনা সভা

আজ (১৬ অক্টোবর) বিশ্ব মেরুদণ্ড দিবস। বিশ্ব মেরুদণ্ড দিবস উপলক্ষে শনিবার ডোডাম এমএস বাংলাদেশ ফার্মগেট শাখা এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি ফার্মগেটের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নিজ কার্যালয়ে শেষ হয়। 

ডোডাম এমএস বাংলাদেশ ফার্মগেট শাখার উদ্যোগে আয়োজিত শোভাযাত্রাটি উদ্বোধন করেন, ডোডাম এমএস বাংলাদেশ হেলথ কেয়ারের চেয়ারম্যান মো. ইসহাক বেপারী ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আতিকুর রহমান।  

মেরুদণ্ড সম্পর্কে সচেতনতা বাড়াতেই প্রতি বছর ১৬ অক্টোবর বিশ্বের বিভিন্ন দেশের ন্যায় ডোডাম এমএস বাংলাদেশ পালন করে বিশ্ব মেরুদণ্ড দিবস।

শোভাযাত্রা শেষে সবার সুস্বাস্থ্য কামনা করে ডোডাম এমএস বাংলাদেশ চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বলেন, আর্ত মানবতার সেবায় নিয়োজিত থার্মাল আকুপ্রেসার ডিভাইসের মাধ্যমে মানুষকে রোগমুক্ত করাই আমাদের কাজ। 

উল্লেখ্য, ডোডাম এমএস বাংলাদেশ প্রতিদিন বিনামূল্যে মেরুদণ্ড, কোমড়ব্যাথা, হাটুব্যাথা, বাতেরব্যাথা, হাড়ক্ষয়, মেদ, ওজন কমানো, স্ট্রোক, প্যারালাইসিসসহ শরীরের যেকোনো ব্যথা কমানোর থেরাপি দিয়ে থাকেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫