
ছবি: সংগৃহীত
গয়নার কদর প্রাচীনকাল থেকেই। সৌন্দর্য প্রকাশ, ভালো লাগা, সাজে ভিন্নতা আনা নানা কারণে গয়না পরেন প্রায় সবাই। নানা ধরনের গয়নার মধ্যে সোনা, রুপা, হীরা, রুবি, পান্নার মতো দামি গয়না যেমন আছে, তেমনি নানা রকম পাথর, তামা, পিতল, পুঁতি, মাটির গয়নাও বেশ জনপ্রিয়। গয়না যে ধরনের হোক না কেন, চাই নিয়মিত যত্ন। কেননা সঠিক সংরক্ষণের অভাবে জৌলুস হারিয়ে বিবর্ণ হয়ে যেতে পারে।
চলুন তবে জেনে নেই গয়না সংরক্ষণের উপায়-
- বিভিন্ন ধরনের গয়না একসঙ্গে সংরক্ষণ করবেন না। অনেক ধরনের মেটাল একসঙ্গে থাকলে মরিচা পড়ে যেতে পারে। রূপা, সোনা, হীরা, ইমিটেশন- সব আলাদাভাবে সংরক্ষণ করুন।
- রেখে দেওয়ার আগে গয়না যেন পরিষ্কার এবং শুকনো হয় সেটা নিশ্চিত করুন। ময়েশ্চার থাকলে দ্রুত কালচে হয়ে পড়ে গয়না।
- কুসুম গরম পানিতে কয়েক ফোঁটা মাইল্ড ডিটারজেন্ট মিশিয়ে গয়না ডুবিয়ে রাখুন। কিছুক্ষণ পর নরম টুথব্রাশ দিয়ে ঘষে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে মুছে নিন। ঝকঝকে হয়ে যাবে গয়না।
- গয়না যে বক্সে সংরক্ষণ করবেন সেখানে এক প্যাকেট সিলিকা জেল রাখতে পারেন। অতিরিক্ত ময়েশ্চার টেনে নেবে এটি।
- সরাসরি রোদ পড়ে এমন কোথাও গয়না রাখবেন না।
- রূপার গয়নার কালচে হওয়া রোধ করতে বছরে দুইবার পলিশ করে নিন।
- গয়না সবসময় শুষ্ক ও অন্ধকার স্থানে সংরক্ষণ করবেন।
- বড় গয়না ফেল্টে মুড়ে আলাদা সংরক্ষণ করুন।
- মুক্তার গয়না কখনও প্লাস্টিকের বক্সে রাখবেন না। এ ধরনের গয়না কাঠের বক্সে সংরক্ষণ করুন।
- কেমিকল, অ্যালকোহল, ক্রিম এবং পারফিউম থেকে গয়না দূরে রাখতে চেষ্টা করুন। গয়না পরার আগে সুগন্ধি ব্যবহার করুন। কারণ পারফিউম গয়নার রং নষ্ট করে দিতে পারে।