
প্রতীকী ছবি
স্বামী-স্ত্রীর সম্পর্ক সবচেয়ে মধুর। একজন অন্যজনের সব সুখ দুঃখের সঙ্গী। তবে এই সম্পর্ক সব সময় সুন্দর থাকে না। প্রতিটি সম্পর্কের মতো এ সম্পর্কও ছোট-খাটো সমস্যার সৃষ্টি হয়। অনেক সময় মানুষ বুঝতেও পারে না যে সে ভুল করে চলেছে। অনেকে রাগে ভুল-ভাল সিদ্ধান্ত নিয়ে ফেলে। সম্পর্ক সুন্দর রাখার জন্য দুইজনকেই হতে হয় সমান যত্নশীল। ভালোবাসা থাকলে ভুল বোঝাবুঝিও থাকবে। কিন্তু সেই ভুল বোঝাবুঝিকে বাড়তে দেওয়া যাবে না, মিটিয়ে ফেলতে হবে।
দাম্পত্যে ভুল বোঝাবুঝি দূর করার উপায়-
১. ভুল বুঝাবুঝি সৃষ্টি হলে নিজেকে একটু সময় দিন, অপর জনকেও বোঝার সময় দিন। স্বামী-স্ত্রী মানেই যে সারাক্ষণ একসঙ্গে থাকা, এমনটা ভাববেন না। অনেক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য কিংবা ঠান্ডা মাথায় চিন্তা করার জন্য কিছুটা সময় একা থাকার দরকার হতে পারে। হয়তো কথাও কম বলা হয় বা সাময়িক বন্ধ করে দেওয়া হয়। কিন্তু সম্পর্ক ঠিক রাখার জন্য কিছুটা সময় একা থাকারও প্রয়োজন রয়েছে। তবে সময়টা যেন দীর্ঘ না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।
২. যখন স্বামী-স্ত্রীর মনোমালিন্য হয় তখন নিজের ভালোলাগার কোনো কাজের দিকে মন দিতে পারেন। এতে সময়টা ভালো কাটবে। তবে সঙ্গীকে অবহেলা বা উপেক্ষা করবেন না।
৩. মনোমালিন্যের সময় সঙ্গীর সঙ্গে ঠান্ডা মাথায় আলাপ করতে হবে। এখানে রাগ করে থাকা চলবে না। কিছুটা সময় দিতে হবে। এতে সমস্যা সমাধানের সহজ পথ খুঁজে পাবেন। তবে বিরক্তি এবং রাগ যতটা সম্ভব এড়িয়ে চলবেন।
৪. যেকোনো সম্পর্কের ভেতরেই স্বাধীনতা থাকা জরুরি। এই স্বাধীনতায় বিশ্বাস করেন না অনেকেই। কিন্তু স্বাধীনতায় হস্তক্ষেপ করার কারণে সম্পর্কে জটিলতা তৈরি হয়। কিছু বিষয়ে আপনার অধিকার সবার আগে, তবে কিছু বিষয়ে ছাড়ও দিতে হবে। সম্পর্কে স্বাধীনতা থাকলে তাতে ভুল বোঝাবুঝির ভয় কম থাকে।
৫. পরস্পরের আর্থিক দিক নিয়ে বাড়াবাড়ি বা হস্তক্ষেপ করতে না যাওয়াই ভালো। এতে সম্পর্ক আরও খারাপ হতে পারে। বাড়তে পারে ভুল বোঝাবুঝিও। তাই সম্পর্ক ভালো রাখা এবং ভুল বোঝাবুঝি দূর করার খাতিরে এই বিষয়গুলোর প্রতি নজর রাখতে হবে।