ক্যামেরার যত্ন

এখন স্মার্টফোনের যুগ হলেও মোবাইল ক্যামেরায় কী সব রকম ফটোগ্রাফি হয়। আর ফোনের ক্যামেরা যতই ভালো হোক ডিজিটাল এসএলআর (সিঙ্গেল লেন্স রিফ্লেক্ট) ক্যামেরার শখ থাকে অনেকেরই। কিন্তু এই ক্যামেরার যত্ন একটু বেশিই লাগে। আর এই বর্ষার মৌসুমে তো ক্যামেরা ও লেন্স দুটিকেই স্যাঁতসেঁতে পরিবেশ আর ফাংগাসের হাত থেকে রক্ষা করতে হবে।

পেশাদার আলোকচিত্রীরা একাধিক ক্যামেরা, লেন্স, ব্যাগ ও যন্ত্রপাতি ব্যবহার করেন। ফলে তাদের বিশেষ যত্ন নিতে হয়। যারা শখের বশে ছবি তোলেন, অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় তাদের ক্যামেরাটি আলমারির তাকে বা বাসার অন্য কোনো জিনিসপত্রের সঙ্গে মিশে থাকে। তাদেরও যত্নের ব্যাপারে মনোযোগী হতে হবে।

ক্যামেরা ভালো রাখতে অবশ্যই কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে: 

  • ক্যামেরা ও লেন্সের জন্য আলাদা আলাদা ব্যাগ রাখা বিশেষভাবে প্রয়োজন। ব্যাগগুলো হতে হবে পানি নিরোধক এবং প্যাডেড।
  • ব্যাগের মধ্যে অবশ্যই সিলিকা জেল রাখুন। এটি একটি নিরাপদ রাসায়নিক যা বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রপাতিকে জলীয় আর্দ্রতা থেকে বিশেষভাবে সাহায্য করে। মাঝে মাঝে দেখা যায় ক্যামেরার কাচ স্যাঁতসেঁতে হয়ে যাচ্ছে, বারবার মোছামুছি করলেও জলীয় বাষ্পের আর্দ্রতা কিছুতেই যাচ্ছে না। সে ক্ষেত্রে সিলিকা জেল ক্যামেরা থেকে অতিরিক্ত আর্দ্রতা শোষণে সক্ষম এবং ক্যামেরার স্থায়িত্বও অনেকাংশেই বাড়িয়ে দিতে পারবে।
  • ক্যামেরা বাইরে নিয়ে বেরোলে তো তাতে ধুলোবালি লাগবেই। তাই বাইরে থেকে এসে ক্যামেরা ভালো সুতি কাপড় দিয়ে মুছতে হবে। এতে ক্যামেরার গ্লাস আর লেন্স দুটিই বিশেষভাবে সুরক্ষিত থাকে। আরও ভালো হয় যদি মাইক্রোফাইবার ক্লথ ব্যবহার করা যায়। যে কোনো ক্যামেরার দোকানেই পাওয়া যাবে এই বিশেষ কাপড়। 
  • বৃষ্টির মধ্যে ছবি তোলার ক্ষেত্রে ব্যবহার করুন রেইন প্রোটেক্টর। বৃষ্টির হাত থেকে ক্যামেরা রক্ষা করতে হুড কাজে লাগাতে পারেন। এটি ধুলা থেকেও লেন্সকে রক্ষা করে।
  • লেন্সে ছত্রাক পড়লে তা পরিষ্কার করাতে হবে ভালো কোনো সার্ভিস সেন্টারে। ঘষা লেগে অনেক সময় লেন্সের ভেতরে স্থায়ী দাগ (স্ক্র্যাচ) পড়তে পারে। আবার আর্দ্রতার কারণে লেন্সের বিভিন্ন ধাতব অংশেও মরিচা পড়ে। এদিকেও নজর রাখতে হবে। 
  • মাঝে মাঝে ক্যামেরার লেন্স উপযুক্ত সলিউশন দিয়ে পরিষ্কার করা প্রয়োজন। তুলায় কাচ পরিষ্কারের সলিউশন নিয়ে সহজেই ক্যামেরার কাচ পরিষ্কার করা যায়। 
  • ক্যামেরা ব্যবহারের পর ব্যাটারি খুলে রাখুন। এতে ক্যামেরা ও ব্যাটারির স্থায়িত্ব বাড়বে। নিয়মিত ব্যাটারি চার্জ করতে হবে। বেশি চার্জ অনেক সময় ব্যাটারিকে দুর্বল করে দেয়। ছয় মাস পর পর ব্যাটারি পরীক্ষা করা (ক্যালিব্রেট) উচিত। মেমোরি কার্ড খোলা, লেন্স পরিবর্তন বা ব্যাটারি পাল্টানোর সময় ক্যামেরার সুইচ বন্ধ রাখতেই হবে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //