প্যারাসেইলিং
সৈকতে বসে কিংবা সমুদ্রের কোল ঘেঁষে দাঁড়িয়ে থাকা পাহাড় থেকে সমুদ্রের নানা রূপ উপভোগ করা যায়। তবে আকাশে উড়ে পাহাড়, সমুদ্র দেখার ইচ্ছা সবার মনেই আছে! আর পাখির মতো উড়ে পাহাড় ও সমুদ্র দেখা সম্ভব প্যারাসেইলিংয়ের মাধ্যমে।
প্যারাসেইলিং হলো-একটি স্পিডবোটে প্যারাসেইল বাঁধা থাকে এবং এর সঙ্গে আরোহীদের একটি শক্ত দড়ি দিয়ে বেঁধে দেওয়া হয়। স্পিডবোট আরোহীকে টেনে নিয়ে যায় সমুদ্রে, আর সেই গতিতে আরোহী উড়তে থাকেন ঠিক পাখির মতোই। তবে প্যারাসেইলিং করার সময় অনেকে মুঠোফোন, চশমা ব্যবহার করেন। কেউ কেউ মুঠোফোনে সেলফি ও ভিডিও ধারণের চেষ্টা করে থাকেন। এতে দুর্ঘটনার ঝুঁকি থাকে। হাত থেকে ফসকে মুঠোফোন সমুদ্রে পড়ে গেলে ফেরত পাওয়ার সুযোগ নেই। তবে আকাশে ওড়ার এই রোমাঞ্চকর দৃশ্য ধারণ করতে চাইলে বডি মাউন্টেড অ্যাকশন ক্যামেরা ব্যবহার করা যেতে পারে।
আনন্দ ভ্রমণে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়িয়ে প্যারাসেইলিংয়ের আনন্দ উপভোগ করতে কিছু বিষয়ের দিকে লক্ষ রাখতে হবে...
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : প্যারাসেইলিং সমুদ্র স্পিডবোট
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh