প্যারাসেইলিং

আকাশে উড়ে সমুদ্র দেখা

সৈকতে বসে কিংবা সমুদ্রের কোল ঘেঁষে দাঁড়িয়ে থাকা পাহাড় থেকে সমুদ্রের নানা রূপ উপভোগ করা যায়। তবে আকাশে উড়ে পাহাড়, সমুদ্র দেখার ইচ্ছা সবার মনেই আছে! আর পাখির মতো উড়ে পাহাড় ও সমুদ্র দেখা সম্ভব প্যারাসেইলিংয়ের মাধ্যমে। 

প্যারাসেইলিং হলো-একটি স্পিডবোটে প্যারাসেইল বাঁধা থাকে এবং এর সঙ্গে আরোহীদের একটি শক্ত দড়ি দিয়ে বেঁধে দেওয়া হয়। স্পিডবোট আরোহীকে টেনে নিয়ে যায় সমুদ্রে, আর সেই গতিতে আরোহী উড়তে থাকেন ঠিক পাখির মতোই। তবে প্যারাসেইলিং করার সময় অনেকে মুঠোফোন, চশমা ব্যবহার করেন। কেউ কেউ মুঠোফোনে সেলফি ও ভিডিও ধারণের চেষ্টা করে থাকেন। এতে দুর্ঘটনার ঝুঁকি থাকে। হাত থেকে ফসকে মুঠোফোন সমুদ্রে পড়ে গেলে ফেরত পাওয়ার সুযোগ নেই। তবে আকাশে ওড়ার এই রোমাঞ্চকর দৃশ্য ধারণ করতে চাইলে বডি মাউন্টেড অ্যাকশন ক্যামেরা ব্যবহার করা যেতে পারে।

আনন্দ ভ্রমণে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়িয়ে প্যারাসেইলিংয়ের আনন্দ উপভোগ করতে কিছু বিষয়ের দিকে লক্ষ রাখতে হবে...

  • জীবনের ঝুঁকি নিয়ে বন্ড সই করে প্যারাসেইলিং করতে হয়। কাজেই নিশ্চিত হতে হবে যে প্রতিষ্ঠানটি প্যারাসেইলিংয়ের সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে সব তথ্য দিচ্ছে কিনা। 
  • প্যারাসেইলিংয়ের আগে অবশ্যই আবহাওয়ার পূর্বাভাস জেনে নিন। যদি পূর্বাভাসে প্রবল বাতাস, বৃষ্টি, বজ্রপাত বা অন্যান্য খারাপ পূর্বাভাস থাকে তাহলে প্যারাসেইলিং করা যাবে না। এমনকি যদি প্যারাসেইলিং প্রতিষ্ঠান নিরাপদ বলে নিশ্চয়তা দিলেও করা যাবে না।
  • যদিও প্যারাসেইলিং কোম্পানি নিরাপত্তার জন্য দায়ী থাকবে। তারপরও স্পিডবোট ও প্যারাসেইলিংয়ের সরঞ্জাম যাচাই করা নেওয়া উচিত। প্যারাসুটটি শুকনো আছে কিনা, দড়ি ঠিক আছে কিনা প্রভৃতি। ভেজা প্যারাসুট দিয়ে প্যারাসেইলিং করার সময় ঝুঁকির আশঙ্কা থাকে। 
  • আকাশে ওড়ার ভীতি থাকলে প্যারাসেইলিং না করাই ভালো।
  • জোয়ারের সময় প্যারাসেইলিং করা যাবে না। কারণ জোয়ারের কারণে স্পিডবোট অনেক সময় ঢেউয়ের সঙ্গে তাল মেলাতে পারে না। এতে বোটের ইঞ্জিন থেমে গিয়ে প্যারাসুটসহ সাগরে পড়ে যেতে পারেন।
  • কোনো কারণে প্যারাসুট নিয়ে সমুদ্রে পড়ে গেলে আতঙ্কিত হবেন না। যদি সাঁতার না জানেন, তাহলে দুহাত উঁচু করে সংকেত দেবেন। আর সাঁতার জানা থাকলে লক্ষ রাখবেন প্যারাসুটের দড়ি যেন পায়ে না পেঁচিয়ে যায়।
  • প্যারাসেইলিংয়ের আগে লাইফ জ্যাকেট পরে নেবেন। এতে সমুদ্রে পড়ে গেলেও পানিতে ভেসে থাকতে পারবেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //