লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৫, ০২:০৬ পিএম
আপডেট: ১৫ জানুয়ারি ২০২৫, ০২:২৬ পিএম
দেশি ফ্যাশন ব্র্র্যান্ড কে ক্র্যাফট শিশুদের জন্য নিয়ে এসেছে ভ্রমণ উপযোগী পোশাক। আরামদায়ক ও পরিবেশ অনুযায়ী মানানসই পোশাক মিলছে ব্র্যান্ডটিতে।
বছর শুরুর এ সময়ে শিশুদের পড়ালেখার চাপ একটু কম থাকে। তাই এসময় শিশুদের নিয়ে বাবা-মায়েরা নানা জায়গায় ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেন। গ্রামের বাড়ি কিংবা পছন্দের কোন জায়গায় ঘুরতে যাওয়ার মজাই অন্যরকম। শিশুরাও ঘুরে বেড়াতে পছন্দ করে। এছাড়া শিশুদের জন্য ভ্রমণ একটা শিক্ষামুলক অভিজ্ঞতা যা তার মেধা বিকাশে ভীষণ সাহায্য করে। বাড়ন্ত শিশুরা আশপাশের পরিবেশ থেকে শিক্ষা গ্রহণ করে এবং নতুন নতুন অভিজ্ঞতা তাদের জীবনকে সুন্দর ও সমৃদ্ধ করে তোলে। ভ্রমন থেকে সুখকর স্মৃতি ভবিষ্যতে অনুপ্রেরণা যোগায়।
তবে এই ভ্রমণ আরো সুখকর তখনই হবে যখন শিশুকে ভ্রমণ উপযোগী পোশাক দেয়া হবে। দীর্ঘ যাত্রায় এবং পরিবেশ অনুযায়ী মানানসই পোশাক দিন শিশুকে। তাছাড়া শিশুদের পছন্দকেও গুরুত্ব দিতে হবে। পোশাক নির্বাচনে অবশ্যই ফেব্রিকের দিকে খেয়াল রাখতে হবে। সেই কথা বিবেচনা করে শিশুদের জন্য আরামদায়ক ফেব্রিকের নানা ধরণের পোশাক এনেছে ব্র্যান্ডটি। ছেলেদের জন্য রয়েছে পাঞ্জাবী, শার্ট, টিশার্ট এবং ফতুয়া। অন্যদিকে মেয়েদের জন্য রয়েছে থ্রিপিচ, কুর্তি, কামিজ এবং টিশার্ট।
পোশাক কিনতে যেতে পারেন তাদের যেকোন শোরুমে । এছাড়া অনলাইন স্টোর kaykraft.com থেকেও অর্ডার করতে পারেন।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : কে ক্র্যাফট ফ্যাশন ফ্যাশন ব্র্র্যান্ড
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh