ঢাকা রিজেন্সিতে ইফতারের বিশেষ আয়োজন

পাঁচতারা হোটেল ঢাকা রিজেন্সি পবিত্র রমজান মাসের আগমনী বার্তা নিয়ে আপনাকে আমন্ত্রণ জানাচ্ছে আত্মিক প্রশান্তি ও রুচিশীল খাবারের এক অনন্য অভিজ্ঞতায় অংশ নিতে। ঐতিহ্য, আন্তরিকতা ও আতিথেয়তার মেলবন্ধনে ঢাকা রিজেন্সি এই মাসটির প্রকৃত সৌন্দর্যকে ফুটিয়ে তুলতে প্রস্তুত।


আটটি চমৎকার ভেন্যুর অপূর্ব বিন্যাস রয়েছে হোটেলটির। যার ধারণক্ষমতা ২০ জন থেকে ৬০০ জন পর্যন্ত। এই ভেন্যুগুলো নিয়ে ঢাকা রিজেন্সি আপনার সামাজিক অথবা কর্পোরেট ইফতার আয়োজনকে পরিণত করবে এক অবিস্মরণীয় মিলনমেলায়। ছোট পরিসরের সামাজিক বা পারিবারিক আয়োজন হোক বা বৃহৎ কর্পোরেট গেট-টুগেদার, তাদের লাক্সারিয়াস ও সুসজ্জিত ভেন্যুগুলো নিশ্চিত করবে নির্বিঘ্ন ও আনন্দময় এক অভিজ্ঞতা।

শহরের অন্যতম সেরা ভেন্যুগুলোর মধ্যে রয়েছে আকর্ষণীয় বলরুম সেলিব্রেশন হল, এছাড়াও এই রমজানে ঢাকা রিজেন্সি খাবারপ্রেমীদের জন্য এক অনন্য সুযোগ নিয়ে এসেছে, যেখানে তারা ইফতার ও কাপল ক্যান্ডেললাইট ইফতারের স্বাদ উপভোগ করতে পারবেন খোলা আকাশের নিচে, সবুজ ছোঁয়ায় সমৃদ্ধ রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইন-এ। একসাথে ১ হাজার অতিথিকে স্বাগত জানানোর মতো সুবিশাল পরিসর, অত্যাধুনিক সুবিধা এবং দক্ষ স্টাফদের তত্ত্বাবধানে প্রতিটি আয়োজন হয়ে উঠবে স্মরণীয়।   

তাদের রয়েছে বিশেষ ইফতার ব্যাংকুয়েট প্যাকেজ; যেখানে থাকছে ঐতিহ্যবাহী, কন্টিনেন্টাল ও আরবীয় স্বাদের বিশেষ মেনু, কর্পোরেট ইফতার আয়োজনে বিনামূল্যে ভেন্যু, প্রশস্ত ও নান্দনিক ব্যাংকুয়েট হল, ইভেন্ট অনুযায়ী কাস্টমাইজড সেটআপ ও ডেডিকেটেড সার্ভিস , ঈদ উপহারসহ আরও নানা চমক। সঙ্গে সিগনেচার মেনু হিসেবে রয়েছে জনপ্রিয় অ্যারাবিয়ান ইফতার প্যাকেজ ‘শাহন-আল-ইফতার’ অফার। যা ১২-১৫ জনের জন্য একদম পারফেক্ট।   

বিস্তারিত জানতে যোগাযোগ করুন ০১৭১৩৩৩২৫১১ নম্বরে। অথবা ভিজিট করুন https://www.facebook.com/share/18J5S5cis2/

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh