সাফল্য চাইলে অন্যের থেকে আলাদা হতে হবে

সফল হওয়া সহজ নয়। সাফল্যের সিঁড়িতে চড়তে হলে অনেক কষ্টকর পথ পাড়ি দিতে হয়। রাখতে হয় ধৈর্য। মেনে চলতে হয় নিয়ম। আর দরকার দক্ষতার। যে দক্ষতা শুধু সাফল্যই আনবে না, আপনাকে করে তুলবে অন্যদের থেকে আলাদা। জীবনে সাফল্য পেতে চাইলে যা করতে হবে।

নিজেকে অর্থাৎ নিজের মনকে নিয়ন্ত্রণ করতে শিখুন। নিজের আবেগ, চিন্তা, কাজ সবকিছুই নিয়ন্ত্রণে রাখুন। কারণ নিজেকে নিয়ন্ত্রণে রাখলে যেকোনো পরিস্থিতিতে যেকোনো কাজ সহজেই করতে পারবেন।

নিজের সামর্থ্য বুঝে চলতে হবে। কারণ বেশির ভাগ ক্ষেত্রেই দেখা যায় মানুষের উপকারের পেছনে স্বার্থ থাকে। বিনা স্বার্থে কেউ সাহায্য করে না। তাই কারো থেকে সুবিধা না নেওয়াই উচিত। নিজের সামর্থ্য বুঝে চলুন। প্রয়োজনে অন্যের দেওয়া সুযোগ প্রত্যাখ্যান করুন।

নিজের ওপর বিশ্বাস রাখুন- জীবনে কঠিন পরিস্থিতি কাটিয়ে উঠতে পারবেন এবং সফল হতে পারবেন। বিশ্বাসই সাফল্যের পথ চেনাবে। তাই যেকোনো কাজে ১০০ শতাংশ দিন। সাফল্য আসবেই।

সবার সব কথায় সাড়া দেবেন না। মেপে কথা বলুন। কথা বলার আগে ভাবুন। এমন কিছু বলবেন না, যাতে মেজাজ হারায় এবং নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।

বন্ধুত্ব করার সময় অবশ্যই বিচার বিবেচনা করতে হবে। তাই এমন বন্ধু নির্বাচন করতে হবে যারা ইতিবাচক চিন্তাভাবনা এবং আপনার সমমনস্ক। কারণ জীবনে সফল ও সুখী হতে চাইলে ইতিবাচক থাকা খুব জরুরি। 

এমন অনেকেই থাকে যারা আপনার দুঃখে মনে মনে আনন্দ পায়। তাই অনুভূতি ও চিন্তাভাবনা সবার সঙ্গে ভাগ করবেন না। মনে রাখবেন, বন্ধু হওয়ার ভাণ করলেই সে কিন্তু বন্ধু নয়। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh