
রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) লোগো। ছবি: সংগৃহীত
নির্বাচনের সংবাদ সংগ্রহের ক্ষেত্রে সাংবাদিকদের জন্য যে নীতিমালা করেছে নির্বাচন কমিশন (ইসি) তা প্রত্যাখ্যান করছে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি)। কোনো আলোচনা ছাড়াই এই ধরনের নীতিমালা প্রণয়ন করায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে সংগঠনটি।
গতকাল বুধবার (১২ এপ্রিল) আরএফইডি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরএফইডি জানায়, সংবাদ সংগ্রহে মোটরসাইকেলে নিষেধাজ্ঞা মানে সাংবাদিকতা নিয়ন্ত্রণ করার শামিল।
এছাড়াও সুনির্দিষ্ট যে ৭ দফা দাবি জানানো হয়েছিল, তার কোনোটি গ্রহণ করেনি নির্বাচন কমিশন। যাতে বিটে কর্মরত সাংবাদিকরা ক্ষুব্ধ ও মর্মাহত। যদি নিজেদের মতো করে নীতিমালা করবেই কমিশন তাহলে কেন সাংবাদিকদের ডেকে মতামত নেওয়া হলো? আমরা মনে করি আলোচনা করে নীতিমালা প্রণয়নের কথা বলে ইসি সাংবাদিকদের সঙ্গে প্রহসন করেছে।
অবিলম্বে প্রণীত নীতিমালা বাতিল করে সাংবাদিক সহায়ক নীতিমালা প্রণয়ন না করা হলে সাংবাদিকরা কঠোর আন্দোলন করতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দেয় সংগঠনটি।