Logo
×

Follow Us

মিডিয়া

দেশে করোনাভাইরাস টেস্টিং কিট আবিষ্কারক কে এই ড. বিজন?

Icon

মাসুদুল হাসান রনি

প্রকাশ: ১৯ মার্চ ২০২০, ১০:২৩

দেশে করোনাভাইরাস টেস্টিং কিট আবিষ্কারক কে এই ড. বিজন?

ডা. বিজন কুমার শীল।

আপনারা কে চিনেন বা জানেন ড. বিজন কুমার শীলকে? তিনি গণস্বাস্থ্যে কাজ করেন। তিনি ও তার দল সম্প্রতি দেশে গণস্বাস্থ্য কেন্দ্রের হয়ে করোনা ভাইরাস শনাক্তকরন কিট আবিষ্কার করেছেন।

যে ভদ্রলোক এ কাজটা করেছেন তার সাথে আমার এক চিকিৎসক বন্ধু দীর্ঘ ১৫ বছর কাজ করেছে। তিনি এককথায় অসাধারণ একজন মেধাবী মানুষ। দেশে যেখানে তিনি কাজ করতেন এক সময় উনাকে জামাত চক্র অফিস থেকে তাড়িয়ে দেয়। সেই সময় তিনি বাধ্য হয়ে দেশ ছেড়ে চলে যান সিংগাপুরে, জয়েন করেন সিংগাপুর ন্যাশনাল ইউনিভার্সিটিতে শিক্ষক হিসাবে।

এরপর ঐ চাকরি ছেড়ে জয়েন করেন এমপি নামক একটা বায়োলজিকস আমেরিকান কোম্পানিতে, ওটার মালিক ছিলেন যুগোস্লাভিয়ার একজন প্রাক্তন প্রেসিডেন্ট।

এরপর নিজেই বায়োলজিক্যাল রিএজেন্ট তৈরি ও ব্যবসা শুরু করেন। সম্প্রতি তিনি গণস্বাস্থ্য কেন্দ্রে যোগ দেন মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টে। সেখানে তিনি শিক্ষকতার পাশাপাশি মনোযোগ দেন গবেষণায়।

দুর্ভাগ্য দেশের খ্যাতনামা মেডিকেল কলেজগুলো তাকে কাজে লাগায়নি। দুর্ভাগ্য আমাদের।

আজ এই অবহেলিত চিকিৎসক, গবেষক করোনাভাইরাস শনাক্তকরন কিট আবিষ্কার করে দেশ ও জাতির কল্যাণে এগিয়ে এসেছেন।

বিঃদ্রঃ উনার পুরো নাম ড. বিজন কুমার শীল, পিএইচ ডি (ইউনিভার্সিটি অব সারে, ইংল্যান্ড), ডিভিএম (ফার্স্ট ক্লাস ফার্স্ট), এমএসসি (ফার্স্ট ক্লাশ ফার্স্ট) ইন ভাইরোলজি।


লেখাটি মাসুদুল হাসান রনির ফেসবুক স্ট্যাটাস থেকে নেয়া হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫