এনবিসির জনপ্রিয় অনুষ্ঠান মিট দ্যা প্রেসের দায়িত্ব ছাড়লেন টড

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ জুন ২০২৩, ২২:০৫

চাক টড। ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের গণমাধ্যম এনবিসির ‘মিট দ্যা প্রেস’ অনুষ্ঠানের সঞ্চালক চাক টড জানিয়েছেন, তিনি এই অনুষ্ঠানটির সঞ্চালনা হতে সরে আসছেন। তার স্থলে সঞ্চালনা দায়িত্ব পাচ্ছেন ক্রিস্টেন ওয়েকার বলে জানিয়েছেন এনবিসির হোয়াইট হাউজের প্রধান সংবাদদাতা।
চাক টড বলেন, মিট দ্যা প্রেসে আজকের অনুষ্ঠানটি শেষ নয় বরং এই গ্রীষ্মে এটিই আমার শেষ সঞ্চালনা। তবে আমি গর্বিত ১৫ বছরেও বেশি সময় ধরে আমি এ দায়িত্বে ছিলাম।
আরও বলেন, রাজনৈতিক উপদেষ্টা হিসবেও এখানে অনেকটা দায়িত্ব পালন করতে হয়েছে আমাকে। আমি খুব উপভোগ করতাম কিভাবে যুক্তরাষ্ট্র থেকে ওয়াশিংটন এবং ওয়াশিংটন থেকে যুক্তরাষ্ট্রে নানা বিষয় নিয়ে ব্যাখ্যা প্রদানের বিষয়গুলো নিয়ে।
টড বলেন, গত ৩০ বছরে এতটাই কাজে নিজেকে ব্যস্ত রেখেছিলাম যে আমি মনে করতে পারিনা, ভোর ৫ টা বা ৬ টার আগে কবে ঘুম থেকে উঠতে পেরেছি।
এ বিষয়ে এনবিসির সম্পাদকীয় সভাপতি রেবেকা ব্লম্নমেন্সটেইন ও সিনিয়ার ভাইস প্রেসিডেন্ট (রাজনীতি) ক্যারি বুডফ ব্রাউন রবিবার এক মেমোতে টডের প্রশংসা করে বলেন, শো টি সবার কাছে গুরুত্বপূর্ণ ছিল।
তারা বলেন, এটি রাজনীতি ও নীতি নির্ধারণে ইতিবাচক ভূমিকা রেখেছে।
তবে টড রাজনৈতিক বিশেষজ্ঞ হিসেবে শক্তিশালী ভূমিকা রাখবে বলেও আশা করছে এনবিসি কর্তৃপক্ষ।
এদিকে নতুন দায়িত্ব পাওয়া ওয়েকার এর আগে ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেন ও ট্রাম্পের বিতর্ক অনুষ্ঠানের সঞ্চালকের দায়িত্ব পালন করেছিলেন।