সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গায় প্রতিবাদ সভা

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ: ১৮ জুন ২০২৩, ১৬:২৭

সাংবাদিক হত্যার প্রতিবাদে সভা। ছবি: চুয়াডাঙ্গা প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকদের উদ্যোগে প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
আজ রবিবার (১৮ জুন) দুপুর ১২ টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাব মিলনায়তনে ক্লাব সভাপতি সরদার আল-আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাজীব হাসান কচি, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিটের সভাপতি নাজমুল হক স্বপন ও সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, প্রবীণ সাংবাদিক আজাদ মালিতা, এম.এম.আলাউদ্দীন, ৭১ টিভির জেলা প্রতিনিধি এম.এ.মামুন, এনটিভির জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম প্রমুখ।
এরপর এদিন দুপুর সোয়া ১টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সামনে সাংবাদিকরা মানববন্ধন কর্মসূচি পালন করেন।
এসময় তারা সাংবাদিক নাদিম হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, হত্যাকাণ্ডে জড়িত খুনিদের গ্রেপ্তারসহ তাদের দেশে প্রচলিত আইনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। আর যেনো কোন সাংবাদিক এদেশে হত্যাকাণ্ডের শিকার না হয় সে ব্যাপারে রাষ্ট্রীয়ভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। কারণ সাংবাদিকরা সঠিক সংবাদ প্রকাশ করে সর্ব সময় রাষ্ট্রীয় কাজে সহায়তা করে।