Logo
×

Follow Us

মিডিয়া

দুই রুশ সাংবাদিক হত্যা চেষ্টা প্রতিহত করল গোয়েন্দা সংস্থা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৬ জুলাই ২০২৩, ১১:৪১

দুই রুশ সাংবাদিক হত্যা চেষ্টা  প্রতিহত করল গোয়েন্দা সংস্থা

টেলিভিশন উপস্থাপিকা সেনিয়া সোবচাক। ছবি: আল-জাজিরা

রাশিয়ার জনপ্রিয় দুইজন সাংবাদিককে হত্যা চেষ্টার বিষয়ে রুশ সংবাদমাধ্যমে একটি খবর প্রকাশ করা হয়েছে। আর যাদের নিয়ে এমন সংবাদ প্রকাশ হয়েছে সস দুজন সাংবাদিক হলেন জাতীয় গণমাধ্যম আরটির প্রধান সম্পাদক মার্গারিতা সিমনইয়ান এবং সুপরিচিত টেলিভিশন উপস্থাপক সেনিয়া সোবচাক।

গণমাধ্যমে প্রকাশ, রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম আরটির সম্পাদকসহ  দুইজন জনপ্রিয় সাংবাদিককে হত্যার চেষ্টা করা হয়। কিন্তু রাশিয়ার গোয়েন্দা সংস্থা সেই অপতৎপরতা ভণ্ডুল করে দিয়েছে বলে দাবি করেছে সংস্থাটি। 

এদিকে রাশিয়ার আদালত এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাতজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন। অভিযুক্ত সাতজনের মধ্যে পাঁচজন কিশোর যাদের জন্ম ২০০৫ এবং ২০০৬ সালে। অন্য দুইজন প্রাপ্ত বয়স্ক। 

‘জাতীয় ঘৃণা’য় উৎসাহিত হয়ে তারা জনপ্রিয় দুই রুশ সাংবাদিককে হত্যার পরিকল্পনা করেছিলেন। আর তাদের উদ্দেশ্য চরিতার্থ করতে এই দুই সাংবাদিকের বাড়ি ও কর্মস্থলে রেকি করেছিলেন তারা। 

গোয়েন্দা সংস্থা এফএসবি যে ফুটেজ প্রকাশ করেছে তাতে দেখা যায়,  কয়েকজন সন্দেহভাজনকে আটক অবস্থায় দেখা গেছে। এছাড়া নাৎসিবাদের ওপর অস্ত্র ও বই জব্দ করা হয়েছে।

জানা যায়, আটককৃতরা ‘অনুচ্ছেদ-88 নামে’ একটি সংঘবদ্ধ গ্রুপের সদস্য। 

রুশ গণমাধ্যমের অত্যন্ত জনপ্রিয় একজন টেলিভিশন ব্যক্তিত্ব ও ইউক্রেন যুদ্ধে রাশিয়ার এক বলিষ্ঠ কণ্ঠস্বর হিসেবে পরিচিত সিমনইয়ান। এক টেলিগ্রাম বার্তায় তার বিরুদ্ধে হত্যা পরিকল্পনার বিষয়টি তুলে ধরেন। এসময় তিনি গোয়েন্দা সংস্থার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে লিখেন, ‘ কাজ চালিয়ে যান আমার ভাইয়েরা। ‘

অন্যদিকে সোবচাক ২০১৮ সালে প্রেসিডেন্ট নির্বাচনে পুতিনের বিরুদ্ধে লড়েছিলেন। তিনি পুতিনের রাজনৈতিক গুরু ও সেন্ট পিটার্সবুর্গের সাবেক মেয়র আনাতলি সোবচাকের কন্যা।  

গোয়েন্দা সংস্থার সূত্রের বরাত দিয়ে জানা যায়, ইউক্রেনের হয়ে অভিযুক্তরা সাংবাদিক হত্যার মিশনে নামার তথ্য এরইমধ্যে স্বীকার করেছেন। তারা জানান, সফল হতে পারলে তারা ১৫ লাখ রাশিয়ান রুবল পেতেন। 

সূত্র: আল-জাজিরা

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫