Logo
×

Follow Us

মিডিয়া

‘কবিতা ও প্রাসঙ্গিক ভাবনা’ গ্রন্থের মোড়ক উন্মোচন শনিবার

Icon

সিনিয়র রিপোর্টার

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৩, ২১:০৯

‘কবিতা ও প্রাসঙ্গিক ভাবনা’  গ্রন্থের মোড়ক উন্মোচন শনিবার

মনোয়ারা মনু। ছবি: সংগৃহীত

বিশিষ্ট লেখক, সাংবাদিক, নারী অধিকার কর্মী দিল মনোয়ারা মনুর ‘কবিতা ও প্রাসঙ্গিক ভাবনা’ গ্রন্থটি পুনঃপ্রকাশিত হয়েছে। 

দিল মনোয়ারা মনুর ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামীকাল শনিবার (২১ আক্টোবর) বিকাল ৩টায় মোহাম্মদপুরস্থ আসাদ এভিনিউ সংলগ্ন ওয়াইডব্লিউসিএ মিলনায়তনের ৬ষ্ঠ তলায়  গ্রন্থটির মোড়ক উন্মোচন ও আলোচনা সভা আয়োজন করা হয়েছে। বইটি প্রকাশ করেছে ‘টাঙ্গন’ প্রকাশনা সংস্থা।

উক্ত সভায় সাংবাদিক মনুর প্রকাশিত গ্রন্থ এবং তার জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবেন বিশিষ্ট লেখক অধ্যাপক কাজী মদিনা, বিশিষ্ট কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক, কবি-সাংবাদিক সোহরাব হাসান এবং নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিমুন আরা হক মিনু।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক এবং কেন্দ্রীয় কচিকাঁচার মেলার সভাপতি ড. রওশন আরা ফিরোজ। দিল মনোয়ারা মনু অনিন্দ্য ফাউন্ডেশনের পক্ষে শামসুল হুদা আগ্রহীদের উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছেন। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫