
হাসপাতালে আহত সাংবাদিক শরীফুল ইসলাম নোমান। ছবি: সংগৃহীত
দৈনিক আমাদের সময়ের সাংবাদিক শরীফুল ইসলাম নোমানকে প্রাইভেটকার চাপা দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় একজনকে আটক করেছ পুলিশ। গুরুতর আহত অবস্থায় নোমানকে উদ্ধার করে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল শুক্রবার (১৮ অক্টোবর) সন্ধ্যার দিকে রাজধানীর কাকরাইল মোড়ে এ ঘটনা ঘটে। এ বিষয়ে রমনা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
নোমানের ছোট ভাইয়ের দায়ের করা অভিযোগ থেকে জানা যায়, নোমান অফিস শেষ করে বাড়ি ফেরার পথে আক্রান্ত হন। উদ্দেশ্যপ্রণোদিতভাবে একটি প্রাইভেটকার তাকে চাপা দেওয়ার চেষ্টা করে। আমার ভাই প্রাণে বেঁচে গেলেও তার ডান পা ক্ষতিগ্রস্ত হয়। তার ব্যবহৃত মোটরসাইকেলটি ক্ষতিগ্রস্ত হয়।
চাপা দেওয়া গাড়িটি পালিয়ে যাওয়ার সময় ট্রাফিক পুলিশ ও স্থানীয় জনতা ধরে ফেলে। পুলিশ প্রাইভেটকার জব্দ ও ড্রাইভারকে আটক করে। গাড়ির নম্বর ঢাকা মেট্রো ‘গ ১৯-৫৪০৬’।
নোমান বর্তমানে মুমূর্ষু অবস্থায় পঙ্গু হাসপাতালে উল্লেখ করে তিনি বলেন, কী উদ্দেশ্যে এবং কেন এই হত্যাচেষ্টা করা হয়েছে সে বিষয়ে আমি জানতে চাই। অবিলম্বে গাড়ির চালক ও মালিককে গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।
ঘটনার সত্যতা স্বীকার করে রমনা থানার এসআই মঞ্জুরুল ইসলাম বলেন, মামলার প্রক্রিয়া চলছে। মামলা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।