Logo
×

Follow Us

মিডিয়া

ভাষাসৈনিক জাহিদ হোসেন মুসা স্মরণে দোয়া মাহফিল ও দেশকাল নিউজের কার্যালয় উদ্বোধন

Icon

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ২১:২০

ভাষাসৈনিক জাহিদ হোসেন মুসা স্মরণে দোয়া মাহফিল ও দেশকাল নিউজের কার্যালয় উদ্বোধন

ভাষাসৈনিক জাহিদ হোসেন মুসা স্মরণে দোয়া মাহফিল।

রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের প্রয়াত উপদেষ্টা ভাষাসৈনিক জাহিদ হোসেন মুসা মিয়ার ৯৩তম জন্মবার্ষিকী এবং দেশকাল নিউজ ডটকম ও সাম্প্রতিক দেশকালের নতুন কার্যালয় উদ্বোধন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

আজ রবিবার (২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত দোয়া মাহফিলে সম্মানিত অতিথি ছিলেন উপস্থিত ছিলেন রেডিয়েন্ট ফার্মার চেয়ারম্যান ও বাফুফে সহ-সভাপতি মো. নাসের শাহরিয়ার জাহেদী। 

দোয়া মাহফিলে জাহেদী পরিবারের অন্যান্য সদস্যের পাশাপাশি আরও উপস্থিত ছিলেন দেশকাল নিউজ ডটকম ও  সাম্প্রতিক দেশকালের সম্পাদক ইলিয়াস উদ্দিন পলাশসহ প্রতিষ্ঠান দুটির কর্মীরা।

নিজের বক্তব্যে মো. নাসের শাহরিয়ার জাহেদী বাবার স্মৃতিচারণ করে বলেন, জাহিদ হোসেন মুসা মিয়ার বড় সন্তান হিসেবে বাবাকে সবসময় কাছ থেকে দেখার সুযোগ হয়েছে। তিনি ছিলেন একজন নির্লোভ মানুষ। সহজ-সরল জীবনযাপন করতেন। নানা বিষয়ে তিনি আমাকে দিক-নির্দেশনা দিতেন। 

পাশাপাশি তিনি দেশকাল নিউজ ডটকম ও  সাম্প্রতিক দেশকালের কর্মীদের সাথে মতবিনিময় করেন এবং স্বচ্ছ সাংবাদিকতা চর্চায় উৎসাহিত করে নানা দিকনির্দেশনা প্রদান করেন। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫