Logo
×

Follow Us

মিডিয়া

নির্বাচনি প্রচারণায় আহত মির্জা ফখরুল

Icon

প্রতিনিধি, রংপুর

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০১৯, ১৮:০৯

নির্বাচনি প্রচারণায় আহত মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

রংপুর-৩ আসনের উপনির্বাচনের প্রচারণার সময় পিকআপ ভ্যান থেকে পড়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আহত হয়েছেন।

আজ সোমবার বিকেলে নগরীর পায়রা চত্বরে একটি পথসভায় এ দুর্ঘটনা ঘটে।

বিএনপি চেয়ারপারসনের  প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, রংপুর-৩ আসনে উপনির্বাচনে বিএনপির প্রার্থী রিটা রহমানের পক্ষে প্রচারে সোমবার দুপুরে রংপুর গিয়েছিলেন ফখরুল। বিকেলে নগরীর পায়রা চত্বরে একটি পথসভার পর সেখান থেকে মিছিল নিয়ে শাপলা চত্বরে যাচ্ছিলেন ফখরুল। মিছিলের সামনে থাকা ট্রাকের উপর ছিলেন তিনি। ফখরুল এক পর্যায়ে নিজেই মিছিলে স্লোগান ধরতে শুরু করেন। ওই সময় ভিড়ের মধ্যে হঠাৎ ট্রাকের গতি কমলে তিনি পড়ে গিয়ে আহত হন।

বিএনপি মহাসচিবের সফরসঙ্গী সাবেক সংসদ সদস্য জহিরউদ্দিন স্বপন জানান, ফখরুলের বাম হাতে ব্যান্ডেজ করা হয়েছে। আঘাত পাওয়ার পর বাম হাতের তালু থেকে রক্ষক্ষরণ হচ্ছিল। হাসপাতালে আসার পর ফখরুলর সুগার ফল করেছিল। চিকিৎসকরা তাকে বিশ্রাম রেখেছেন।

সন্ধ্যার পর বিমানে ফখরুল ঢাকায় ফিরবেন বলে জানান স্বপন।

রংপুর-৩ আসনে উপনির্বাচনে আগামী ৫ অক্টোবর ভোটগ্রহণ হবে। এই নির্বাচনে ধানের শীষের রিটার প্রতিদ্বন্দ্বী রয়েছেন জাতীয় পার্টির সাদ এরশাদ ও স্বতন্ত্র প্রার্থী শাহরিয়ার আসিফ। আওয়ামী লীগ আসনটি জাতীয় পার্টিকে ছেড়ে দেওয়ায় এই আসনে নৌকার প্রার্থী নেই।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫