Logo
×

Follow Us

মিডিয়া

ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতির সভাপতি আর নেই

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৪ জুন ২০২০, ১৭:৪৪

ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতির সভাপতি আর নেই

ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি ও সংবাদপত্র সেবী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তাফা কামাল ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।

বুধবার ভোর ৬টার দিকে রাজধানীর আগারগাঁও নিউরোলোজি হাসপাতালে ব্রেন স্ট্রোকে মারা যান তিনি।মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও ৫ মেয়েসহ বহু আত্মীয়-স্বজন গুণগ্রাহী রেখে গেছেন।

মোস্তাফা কামালের মৃত্যুতে ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, সহ-সভাপতি নুর নবী খান ও সমিতির সকল পরিচালক, সকল কর্মকর্তা-কর্মচারীরা, সংবাদপত্র হকার্স কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেড, বাংলাদেশ নিউজ পেপার সার্কুলেশন ম্যানেজারস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ সংবাদপত্র এজেন্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ সংবাদপত্র পরিবহন মালিক সমিতি গভীর শোক প্রকাশ করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। সমিতির পক্ষ থেকে সকলের কাছে মরহুমের জন্য মাগফেরাত কামনা করেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫